চিত্রনায়ক নিরব হোসেন। নতুন বছর নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। নাম ‘গোলাপ’। থ্রিলার ঘরানার গল্পে এটি বানাবেন সামসুল হুদা। এরই মধ্যে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে।
গোলাপ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। সিনেমার গল্প নিয়ে এই নায়ক, ‘থ্রিলার গল্পে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। সঙ্গে অ্যাকশনও আছে। মূলত, এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট। গল্পটি ভালো লাগবে সবার। আশা করছি নতুন এক নিরবকে পাবে দর্শক।’
নিরব বর্তমানে বিজ্ঞাপন, অ্যাওয়ার্ড শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি।