ঢাকাই ছবির খ্যাতিমান নায়িকা অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পারিবারিক সূত্র কালবেলাকে জানিয়েছে, গত ৬ দিন ধরেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
জানা গেছে, জ্বর ও রক্তে ইনফেকশন জনিত সমস্যায় ভুগছেন অঞ্জনা। তাকে সিসিইউতে রাখা হয়েছে। এ মাসের শুরুর দিকে হঠাৎ জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। কিন্তু জ্বর না কমায় তাকে ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়।
একজন নৃত্যশিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন অঞ্জনা। চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার হাত ধরে সিনেমায় পা রাখেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।
ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেও সুনাম অর্জন করেন এ অভিনেত্রী।