Homeবিনোদনগাল গাদতের অনুষ্ঠানে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

গাল গাদতের অনুষ্ঠানে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ


এত দিনে অভিনেত্রী গাল গাদত জায়গা পেলেন হলিউডের বিখ্যাত ওয়াক অব ফেমে। গত মঙ্গলবার সেখানে বসানো হলো তাঁর নামাঙ্কিত তারকা। এর আগে তাঁকে সম্মাননা দেয় হলিউড চেম্বার অব কমার্স। তবে ওয়াক অব ফেমে গাল গাদতের নাম বসানো নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। হয়েছে সংঘর্ষ।

গাল গাদত ইসরায়েলি অভিনেত্রী। দেশটির সামরিক বাহিনীতেও বছর দুয়েক ছিলেন। নিজের দেশের পক্ষে তিনি সব সময় সরব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে আগ্রাসন চলছে, সেটার বিপক্ষে অনেক তারকা কথা বললেও গাল গাদতের অবস্থান ইসরায়েলের পক্ষে। ফলে ওয়াক অব ফেমের অনুষ্ঠানে তাঁকে সমর্থন করে ইসরায়েলের পতাকা হাতে অবস্থান নিয়েছিলেন অনেক ইসরায়েলি। অন্যদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি নিয়ে এসেছিলেন অনেকে। ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থীদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গাল গাদতের ওয়াক অব ফেম অনুষ্ঠান। হলিউড রিপোর্টার জানিয়েছে, হলিউড বুলেভার্ডের যে স্থানে গাল গাদতের অনুষ্ঠান চলছিল, তার মাত্র কয়েক ফুট দূরেই জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন ইসরায়েল সমর্থকেরা। কাছেই অবস্থান নিয়েছিলেন ফিলিস্তিন সমর্থকেরা। দুই পক্ষ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

তবে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভিড় নিয়ন্ত্রণের জন্য কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। ওয়াক অব ফেমের অনুষ্ঠান ঘিরে সৃষ্ট এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি গাল গাদত।

ওয়াক অব ফেমের অনুষ্ঠানে গাল গাদত এসেছিলেন সপরিবারে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী জারন ভার্সানো ও চার মেয়ে আলমা, মায়া, ড্যানিয়েলা এবং ওরি। পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেতা ভিন ডিজেলও ছিলেন অনুষ্ঠানে।

হলিউড তারকাদের স্বপ্নের জায়গা ওয়াক অব ফেম। এটা মূলত লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের ফুটপাত। বিখ্যাত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, প্রযোজক, পরিচালক, নাট্য/সংগীতের দল কিংবা কাল্পনিক চরিত্রের নামে তারকা অঙ্কিত আছে এ ফুটপাতে। ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত সেখানে স্থান পেয়েছে ২ হাজার ৮০০ তারকার নাম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত