Homeবিনোদনক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার

ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার


পানমসলার বিজ্ঞাপনের কারণে আইনি ঝামেলায় জড়ালেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। ভারতের জয়পুর আদালতের পক্ষ থেকে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। আদালতের মতে, তাঁরা ক্রেতাদের বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্ত করার অভিযোগেই তিন অভিনেতাকে নোটিশ দেওয়া হয়েছে।

জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, শাহরুখ, অজয় ও টাইগার অভিনীত বিমল এলাচি পানমসলার বিজ্ঞাপনের ট্যাগলাইনে দাবি করা হয়, এ পণ্যের প্রতি দানায় কেশর রয়েছে। আর তা নিয়ে আপত্তি তুলেছেন জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল।

অভিযোগকারীর বক্তব্য, কেশরের দাম যেখানে প্রতি কেজি চার লাখ রুপি, সেখানে পানমসলার প্যাকেটের দাম মাত্র পাঁচ রুপি। যদি সত্যি কেশর থাকত, তাহলে ওই দামে দেওয়া কখনো সম্ভব হতো না। তা ছাড়া কেশর স্বাস্থ্যের জন্য উপকারী, আর এই পানমসলা ক্ষতিকর। তা সত্ত্বেও কেবল বিক্রি বাড়াতেই এ ধরনের প্রতারণায় আশ্রয় নিয়েছে পানমসলা তৈরির কোম্পানিটি।

এ অভিযোগ নিয়ে জয়পুরের ওই বাসিন্দা ভোক্তা ফোরামের দ্বারস্থ হন। ভোক্তা ফোরামের চেয়ারম্যান গিয়ারসিলাল মীনা ও সদস্য হেমলতা আগরওয়াল নোটিশটি জারি করেন। বিজ্ঞাপনের দাবির ব্যাখ্যা চেয়ে পানমসলা প্রস্তুতকারক সংস্থার কর্মকর্তা ও অভিনেতাদের তলব করেছে আদালত।

আগামী ১৯ মার্চ তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। এক মাসের মধ্যে তাঁদের জবাবদিহি করারও নির্দেশ দিয়েছেন আদালত। তবে এ নিয়ে তিন তারকার কেউ এখনো কোনো মন্তব্য করেননি।

তবে এটাই প্রথম নয়, আগেও পানমসলার বিজ্ঞাপন নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। আদালত পর্যন্ত গড়িয়েছিল সে সব ঝামেলা। তখন অজয় ​​দেবগন, অক্ষয় কুমার ও শাহরুখ খানকে সমালোচনার মুখে পড়তে হয়। পরে পানমসলার বিজ্ঞাপন আর না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয় কুমার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত