Homeবিনোদনকোরীয় অভিনেত্রী কিমের মৃত্যুর কারণ জানাল পুলিশ

কোরীয় অভিনেত্রী কিমের মৃত্যুর কারণ জানাল পুলিশ


দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-রনকে গত রোববার রাজধানী সিউলে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর বয়স হয়েছিল ২৪ বছর। সিউলের সিওংডং পুলিশের বরাতে ইয়নহাপ নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, অভিনেত্রী আত্মহত্যা করেছেন।

অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র কোরিয়া জুনগ্যাং ডেইলিকে জানিয়েছেন, কিম বড় কামব্যাকের পরিকল্পনা করছিলেন। এর মধ্যে ছিল নাম পরিবর্তন এবং একটি নতুন চলচ্চিত্র নির্মাণ প্রকল্প।

গত রোববার সূত্রটি অভিনেত্রীর অকাল মৃত্যুতে হতবাক হয়ে বলেন, এমন আকস্মিক মৃত্যু ‘অকল্পনীয়’।

তিনি জানান, কিম অভিনয়ে ফেরার জন্য উদ্‌গ্রীব ছিলেন। বিশেষ করে গিটার ম্যান চলচ্চিত্রের মাধ্যমে। তিনি একটি ক্যাফে খোলারও প্রস্তুতি নিচ্ছিলেন।

অভিনেত্রীর ওই পরিচিত ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ‘আমরা কখনই ভাবিনি যে এমনটা হবে। তিনি বলেছিলেন, গিটার ম্যান চলচ্চিত্র দিয়ে কামব্যাক করার পর আবার অভিনয় করে অর্থ উপার্জন করবেন। তিনি ক্যাফে খোলার প্রস্তুতি নিচ্ছিলেন, পাশাপাশি বিনোদন শিল্পে ফিরে আসার প্রস্তুতিও নিচ্ছিলেন। আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না। কোনো লক্ষণই ছিল না। আমি তাকে বলেছিলাম যে যদি কোনো সমস্যা হয় তাহলে যেন আমাকে কল করে।’

গত বছর শেষের দিকে কিমের সঙ্গে দেখা করা এই ব্যক্তি জানান, অভিনেত্রী নিজের নাম পরিবর্তন করে কিম আহ–ইম রেখেছিলেন। দেশ ছাড়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে কোনো ধরনের দুঃখ বা হতাশার লক্ষণ ছিল না।

কিম অভিনীত গিটার ম্যান চলচ্চিত্রের শুটিং সম্পন্ন হয় গত নভেম্বরে। চলচ্চিত্রটি বর্তমানে পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ‘ভলকানো–এর সঙ্গে যুক্ত একজন গিটারিস্টের গল্প এই চলচ্চিত্র চিত্রিত করা হয়েছে।

২০০৯ সালে শোবিজ জগতে কিমের অভিষেক হয়। ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা প্রকাশের পর থেকে নিজেকে কিছু গুটিয়ে নিয়েছিলেন। ওই সময় তাঁর গাড়ি সিউলের গ্যাংনামে বেশ কয়েকটি ল্যাম্পপোস্ট এবং গার্ডরেইলে ধাক্কা মারে। ২০২৩ সালের এপ্রিলে তাঁকে ২ কোটি ওন (কোরীয় মুদ্রা) জরিমানা করা হয়। এই ঘটনাটির কারণে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। অভিনেত্রী নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েন। গত বছর ডংচিমি নাটকে কামব্যাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে শেষ পর্যন্ত কাজটি করা হয়নি।

অভিনেত্রী ২০১০ সালের ‘দ্য ম্যান ফ্রম নো–হোয়ার’ চলচ্চিত্রে একটি অপহৃত শিশুর ভূমিকায় অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান। অভিনয় গুণে কোরিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান। ক্যারিয়ারে আরও বেশ কিছু পুরস্কার জিতেছিলেন কিম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত