Homeবিনোদনকোক স্টুডিও বাংলা সিজন তিন পঁচিশে আসবে নতুন গান

কোক স্টুডিও বাংলা সিজন তিন পঁচিশে আসবে নতুন গান


কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু হয় ২০২২ সালে। প্রথম দুই সিজনের সাফল্যের পর এ বছরের এপ্রিলে শুরু হয় তৃতীয় সিজন। জানানো হয় এই সিজনে মোট ১১টি গান প্রকাশ করা হবে। এরপর মাত্র তিনটি গান প্রকাশের পর হঠাৎই বন্ধ হয়ে যায় নতুন গান আসা। তবে এরই মধ্যে নতুন বছরের জন্য ব্যস্ত সময় পার করছেন কোক স্টুডিও বাংলার মিউজিশিয়ানরা। এমনটাই জানিয়েছেন কোক স্টুডিও বাংলার এক কর্মকর্তা।

তিনি জানান, কোকের নতুন গান অনেক আগেই প্রকাশ পাওয়ার কথা ছিল। যার জন্য গানও রেডি ছিল। এরপর কোকাকোলার একটি বিজ্ঞাপন ঘিরে শুরু হয় সমালোচনা। তার পরই নতুন গান প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। এরপর আবারও চেষ্টা করা হলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়। তাই এ বছর আর আসছে না কোকের নতুন গান। তবে এরই মধ্যে চতুর্থ গানসহ বেশ কয়েকটি গান তৈরি হয়ে আছে। যার ফলে জানুয়ারিতেই নতুন গান আসার সম্ভাবনা রয়েছে বলেও জানায় কোক স্টুডিও বাংলার এই কর্মকর্তা।

এর আগে গত ১৩ এপ্রিল প্রকাশ পায় তৃতীয় সিজনের প্রথম গান ‘তাঁতি’। এরপর ৩ মে আসে দ্বিতীয় গান ‘মা লো মা’। সর্বশেষ গানটি প্রকাশ পায় ২৫ মে, ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’। ৪০ বছরপূর্তি উপলক্ষে ব্যান্ডটি নতুন আঙ্গিকে নিয়ে আসে তাদের জনপ্রিয় গানটি। এরপর নতুন গান প্রকাশের জন্য প্রস্তুত থাকলেও তা আর আসেনি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত