Homeবিনোদনকুমিল্লায় ‘স্বাধীনতার স্বাদ’ কনসার্ট | কালবেলা

কুমিল্লায় ‘স্বাধীনতার স্বাদ’ কনসার্ট | কালবেলা


‘স্বাধীনতার স্বাদ’ শিরোনামে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আগামী ১৫ নভেম্বর একটি কনসার্টের আয়োজন করছে কুমিল্লা রক কার্নিভ্যাল ও টেকিয়াস। ইতোমধ্যেই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। কুমিল্লার স্থানীয় ব্যান্ড ছাড়াও এই কনসার্টে দেশের জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড পারফর্ম করবে।

‘স্বাধীনতার স্বাদ’ শিরোনামের এই কনসার্ট নিয়ে আয়োজক কমিটির সদস্য শেখ পাভেল মজুমদার কালবেলাকে বলেন, ‘আমাদের এই আয়োজনের মূল থিম হচ্ছে—জুলাই বিপ্লব। আমাদের কাছে এই বছরের ৫ আগস্ট হচ্ছে নতুন স্বাধীনতা দিবস। স্বাধীনতার পরে আমরা চাচ্ছি আন্দোলন-এর ওপর ভিত্তি করে কিছু একটা স্পেশাল করতে। সেই ইচ্ছা থেকে আমরা এই কনসার্টের আয়োজন করছি। ১৫ নভেম্বর এটি অনুষ্ঠিত হবে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। আটটি ব্যান্ড নিয়ে আমাদের এই আয়োজন। ইতোমধ্যেই কুমিল্লা ও তার আশপাশের জেলা থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আগত শ্রোতাদের ভালো একটি সন্ধ্যা উপহার দিতে পারব।’

কনসার্টে যে ব্যান্ডগুলো গান পরিবেশন করবে: কার্নিভ্যাল, লেভেল ফাইভ, আর্ট অব হ্যাভেন, ব্রেক ভ্যান, থাউজেন্ড ফ্রেম, ব্যান্ড ইনস্ট্যান্ট ও ব্যান্ড তৃতীয়। কনসার্টে প্রবেশের জন্য তিন ধাপে টিকিট নির্ধারণ করা হয়েছে। আর্লি বার্ড ২৫০ টাকা, জেনারেল ৩৫০ ও ভিআইপি ৯৫০ টাকা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত