Homeবিনোদনকী করছেন পূর্ণিমা | কালবেলা

কী করছেন পূর্ণিমা | কালবেলা


অভিনয়ে খুব একটা নিয়মিত নন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ব্যস্ত আছেন স্বামী-সংসার নিয়ে। উল্লেখযোগ্য কোনো কাজে চুক্তিবদ্ধ হওয়ার খবরও নেই এই নায়িকার। তাহলে কী করছেন এই নায়িকা? এমন প্রশ্ন তার ভক্তদের মনে জাগতেই পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রান্নার একটি প্রোগ্রাম নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার।একটি সময় ঢাকাই সিনেমার এই নায়িকার চাহিদা ছিল আকাশচুম্বী। নির্মাতা তাকে নিয়ে সিনেমা বানালেই যেন পেয়ে যেতেন সফলতা। কিন্তু এখন আর নেই তার চাহিদা। তাই ছোট পর্দায় ব্যস্ততা বেড়েছে তার। তবে সেটিও অভিনয়ে নয়, বিচারকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন রিয়্যালিটি শোয়ের। পূর্ণিমা বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন। তিনি ও তার সহকর্মীরা মিলে খুঁজে বের করছেন দেশসেরা রন্ধনশিল্পীদের, যা এই নায়িকা বেশ উপভোগ করছেন বলেও জানান তিনি। আপাতত এই কাজ নিয়েই ব্যস্ত এই অভিনেতা। পূর্ণিমাকে সবশেষ দেখা যায় সরকারি অনুদানে নির্মিত ও ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায়। এতে বিপরীতে অভিনয় করেন ফেরদৌস আহমেদ। এ ছাড়া নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত