Homeবিনোদনকাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া


Ajker Patrika

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭: ৫৮

Photo

আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার কাপুর পরিবার। ভারতীয় সিনেমায় কাপুররা প্রায় শতবর্ষ ধরে নিজেদের প্রভাব ধরে রেখেছে। কাপুর পরিবারে সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। কারিশমা কিংবা রণবীর কাপুর নয়, কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া ভাট কাপুর।

২০২২ সালে রণবীরকে বিয়ে করে কাপুর পরিবারে যুক্ত হয়েছেন আলিয়া। বিয়ের পর অনেকে বাবার পরিচয় ধরে রাখলেও আলিয়া নিজেকে কাপুর হিসেবেই পরিচয় দেন। সম্প্রতি কপিল শর্মা শোতে এসে নিজেকে কাপুর হিসেবে দাবি করেন আলিয়া। জি কিউ ম্যাগাজিনের তথ্যমতে, বর্তমানে আলিয়ার মোট সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। সম্পদের দিকে থেকে তিনি অন্যতম ধনী ভারতীয় অভিনেত্রী। পেছনে ফেলেছেন ভারতের অনেক নামী অভিনেত্রীকে। আলিয়ার পর কাপুর পরিবারে সবচেয়ে ধনী কারিনা কাপুর। তাঁর সম্পদের পরিমাণ ৫০০ কোটি রুপি। ৩৪৫ কোটি অর্থের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন রণবীর কাপুর।

প্রতি সিনেমার জন্য আলিয়া এখন পারিশ্রমিক হিসেবে নেন ১৫ কোটি রুপি। আর বিজ্ঞাপনে তাঁকে পেতে হলে খরচ করতে হয় ৯ কোটি রুপি বা তার বেশি। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও যুক্ত আছেন তিনি। তবে এত সম্পদের মালিক হতে আলিয়াকে সহায়তা করেছে তাঁর উদ্যোক্তা পরিচয়। অ্যাড-আ-মাম্মা নামের একটি ক্লথিং ব্র্যান্ডের মালিক আলিয়া। ২০২৩ সালে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার যখন এই প্রতিষ্ঠানের অংশদারত্ব গ্রহণ করে, তখন প্রতিষ্ঠানটির ভ্যালু ছিল ১৫০ কোটি রুপি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপিতে।

সিনেমা নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে আলিয়ার। মুক্তির অপেক্ষায় রয়েছে যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার ‘আলফা’। এ সিনেমায় আলিয়াকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। এটিই প্রথম বলিউড সিনেমা, যেখানে নারী স্পাইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। এ ছাড়া আলিয়া এখন শুটিং করছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার। এতে আলিয়ার সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত