Homeবিনোদনকাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণে সোনু নিগম

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণে সোনু নিগম


বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সোনু নিগম। তিনি দীর্ঘদিন সুরকার–গায়ক এ আর রহমানের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এই সংগীত কিংবদন্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য ও আচরণ নিয়ে কথা বলেছেন।

সোনু নিগম বলেছেন, এ আর রহমান একজন আপাদমস্তক পেশাদার। তিনি কখনো তাঁর কাজের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত হতে দেন না। সোনু নিগম স্মরণ করেন, এ আর রহমানের সঙ্গে তাঁর প্রথম কাজ ‘দৌড়’ সিনেমায়। ওই সিনেমায় গান রেকর্ড করার সময় সৃজনশীলতার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এ আর রহমান।

ওটু ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন সোনু নিগম।

সোনু নিহত বলেন, ‘তিনি (এ আর রহমান) ব্যক্তিগত সম্পর্ক রাখেন না। তিনি একান্ত ব্যক্তিগত সম্পর্ক রাখার মতো মানুষই নন। তিনি কারও সামনে সহজে খোলামেলা কথা বলেন না। অন্তত আমি তাঁকে তেমনটি দেখিনি। হয়তো তিনি তাঁর পুরোনো বন্ধুদের সামনে খোলামেলা কথা বলেন, যারা তাঁকে দিলীপ নামে চেনে।’

চাপা স্বভাবের এ আর রহমান সম্পর্কে সোনু নিগম আরও বলেন, ‘কিন্তু আমি তাঁকে কারও সঙ্গে সহজে খোলামেলা হতে বা কারও সঙ্গে গভীর সম্পর্কে জড়াতে দেখিনি। তিনি খুব বন্ধুবৎসল ব্যক্তি নন। তিনি শুধুই তাঁর কাজের মধ্যে ডুবে থাকেন।’

অন্যের সম্পর্কে মন্তব্য করতে পছন্দ করেন না এ আর রহমান। কারও সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ তাঁর ধাতে নেই। সোনু নিগম বলেন, ‘এ আর রহমান কারও সম্পর্কে খারাপ কথা বলেন না তিনি তাঁর কাজ আর প্রার্থনার মধ্যেই ডুবে থাকেন। তিনি কাজ করেন, আর প্রার্থনা করেন। তিনি কারও সঙ্গে খারাপ আচরণ করেন না। তিনি কারও মনে আঘাত দেন না। তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলেন না।’

এ আর রহমানকে বলিউড ইন্ডাস্ট্রিতে এক অনন্য ব্যক্তিত্ব উল্লেখ করে সোনু নিগম বলেন, ‘তিনি আলাদা। হয়তো তিনি তাঁর পরিবারের প্রতি নিবেদিত, তবে আমি তাঁকে অন্যদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ হতে দেখিনি। তিনি কাউকে তাঁর খুব কাছাকাছি আসতে দেন না।’

যুক্তরাষ্ট্রে একটি সফরের কথা স্মরণ করে সোনু নিগম বলেন, ওই সফলে দুজনের সৌজন্য বিনিময় হয়েছিল। সোনু বলেন, ‘তিনি গসিপ (খোশগল্প) করতে জানেন না। এটা তাঁর কোনো ত্রুটি নয়। তিনি এমনই। তিনি আমার বা অন্য কারও সম্পর্কে কিছু জানতে চান না এবং তিনি চান না কেউ তাঁর সম্পর্কে কিছু জানুক। তিনি অনন্য ব্যক্তিত্ব।’

এ আর রহমানের ব্যক্তিগত জীবন আলোচনায় আসে গত নভেম্বরে, যখন স্ত্রী সায়রা বানুর সঙ্গে তিন দশকের সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা আসে। সেই সময় এ আর রহমানের ভগ্নিপতির একটি পুরোনো সাক্ষাৎকার আবারও অনলাইনে ছড়িয়ে পড়ে। যেখানে এ আর রহমান সম্পর্কে তিনি বলেন, এই সংগীত কিংবদন্তি খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তিনি গসিপে আগ্রহী নন।

এ আর রহমান এবং সোনু নিগম ‘সাতরঙ্গি রে’ (দিল সে), ‘আয়ো রে সখী’ (ওয়াটার)–এর মতো গান তৈরিতে একসঙ্গে কাজ করেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত