Homeবিনোদনকমল জেলা শিল্পকলার মিলনায়তন ভাড়া

কমল জেলা শিল্পকলার মিলনায়তন ভাড়া


কমানো হয়েছে দেশের সব জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন ভাড়া। নতুন নির্ধারিত ভাড়া অনুসারে এখন থেকে জেলা পর্যায়ে বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এক শিফট হিসেবে স্প্লিট এসিসমৃদ্ধ ৫০০/৩০০ আসনবিশিষ্ট মিলনায়তন ভাড়া হবে ৩ হাজার টাকা, যা আগে ছিল প্রথম ৩ ঘণ্টার জন্য ৬ হাজার টাকা।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান কিংবা সংগঠনের ক্ষেত্রে সেন্ট্রাল এসিসমৃদ্ধ ৫০০/৩০০ আসনবিশিষ্ট মিলনায়তন ভাড়া এক শিফটে ৪ হাজার টাকা করা হয়েছে, যা আগে প্রথম তিন ঘণ্টার জন্য ছিল ৭ হাজার টাকা। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে এলইডি লাইট ব্যবহারের ক্ষেত্রে ৪ হাজার টাকা এক শিফটের জন্য নির্ধারিত হয়েছে, যা আগে প্রতি তিন ঘণ্টার জন্য ছিল ৫ হাজার টাকা। ফলে মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে অর্ধেকের কমে নেমে এল ভাড়া।

এ বিষয়ে একাডেমির মহাপরিচালক ও নাট্যনির্দেশক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘বিভিন্ন সময় জেলা পর্যায়ে সাংস্কৃতিক সংগঠন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় জানা গেছে, স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য ভাড়া কমানো জরুরি। সেই পরিপ্রেক্ষিতেই জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া কমানো হয়েছে। রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণ করা আমাদের কর্তব্য। ভাড়া কমিয়ে সংগঠনগুলো লাভবান হলে তা আমাদের জন্যও স্বস্তিদায়ক হবে, প্রতিষ্ঠান হিসেবে আয় বৃদ্ধি করা আমাদের লক্ষ্য নয়।’

মহাপরিচালক আরও বলেন, ‘গত পরিষদ সভায় বিষয়টি আলোচনা করে ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আরও ভাড়া কমাতে চাই, কিন্তু মিলনায়তনগুলোর নিজস্ব কিছু খরচ আছে, লাইট, সাউন্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা—এসব চিন্তা করে আমরা জেলাগুলোর জন্য ন্যূনতম মিলনায়তন ভাড়া রেখেছি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত