Homeবিনোদনকবিতার গল্পে ‘কাঠগোলাপের বিয়ে’

কবিতার গল্পে ‘কাঠগোলাপের বিয়ে’



ভালোবাসা দিবসে প্রকাশ পাওয়ার কথা ছিল ‘কাঠগোলাপের বিয়ে’ শিরোনামে একটি বিশেষ নাটকের। স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্পে নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। কবিতানির্ভর এ গল্পটির দৃশ্য ধারণ হয় চট্টগ্রামের কাপ্তাই, লিচুবাগান ও রাঙামাটির বিভিন্ন মনোরম স্থানে। মো. কামরুজ্জামানের প্রযোজনায় বিশেষ এ নাটকটি এবার ২৬ ফেব্রুয়ারি প্রচার হবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

নাটকটি সম্পর্কে প্রযোজক বলেন, ‘আমি সবসময়ই চাই সাহিত্যনির্ভর কাজ করতে। এমন স্ক্রিপ্ট আমার কাছে এলে হাতছাড়া করতে চাই না। নির্মাতা, কলাকুশলী আর শিল্পীরা মিলে চেষ্টা করেছি এ বসন্ত ও ভালোবাসার মাসে সেরা একটা কাজ দর্শকদের উপহার দিতে।’

নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, “আমি বরাবরই একটু ভিন্নমাত্রার গল্প বলতে চাই। আমার কাজে কবিতা একটি বিশেষ উপাদান হিসেবে থাকে। সংলাপ ও চিত্রনাট্য রচনায়ও আমি খুব সাবধানতা অবলম্বন করেছি। ‘কাঠগোলাপের বিয়ে’ নাটকটি গভীর জীবনবোধ আর হাহাকারের উপাখ্যান বলতে পারেন। প্রতিটি সংলাপ দর্শকদের ভাবাবে, মাঝেমধ্যে নিয়ে যাবে ভাবনার এক গভীর গহ্বরে। পুরো কাজটায় প্রেম-পাওয়া আর না-পাওয়ার টানাপোড়েন ও জীবনদর্শন খুঁজে পাবে দর্শকরা। আশা করছি এ নাটকে একেবারে অন্যরকম একটা গল্প দেখতে পাবেন সবাই।” নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা মীর রাব্বি বললেন, “এরকম চমৎকার স্ক্রিপ্ট বহুদিন পর হাতে পেয়েছি। প্রত্যেকটা দৃশ্যই একেকটা ‘ভিজুয়াল পোয়েট্রিক জার্নি’ বলে মনে হয়েছে আমার কাছে। অসাধারণ এ কাজটার সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেরই ভালো লাগছে।” মীর রাব্বির সঙ্গে নাটকটিতে জুটি বেঁধেছেন আনিকা আইরা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান আরাফাত ও সাইদা ইসলামসহ আরও

অনেকে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত