Homeবিনোদন‘কন্যা’ নিয়ে প্রশংসিত সজল | কালবেলা

‘কন্যা’ নিয়ে প্রশংসিত সজল | কালবেলা


এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছেন আবদুন নূর সজল অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমা। তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গান প্রকাশিত হয়েছে।

পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল- এমন মিষ্টি কথায় ‘কন্যা’ শিরোনামের গানটি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে রঙের আধিক্য। দৃশ্যায়নে উৎসবের ছাপ যেন জাঁকজমক করে তুলেছে চারপাশ।

গানটি প্রকাশের পর প্রশংসায় মেতেছেন সবাই। তাদের মধ্যে সাধারণ দর্শক থেকে শুরু করে আছেন শোবিজ তারকারাও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা।

গানটি অনলাইনে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির সঙ্গে সাধারণ দর্শকরা নেচে নানা ভিডিও বানাচ্ছে।

গানটিতে এক ভিন্ন অবতারে হাজির হয়েছেন অভিনেতা সজল। হরর সিনেমা হলেও গানটির প্রতিটি সিনে চোখে, মুখে তার রোমান্টিকতা প্রকাশ পেয়েছে। যেন গানটির কথা ও পরিবেশের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে ছিলেন তিনি। শুধু তাই নয়, নাচেও কম যাননি এই অভিনেতা। নুসরাত ফারিয়ার সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে নেচে দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি।

অল্প সময়েই গানটি নিয়ে সবার এত ভালোবাসা পেয়ে বেশ আপ্লুত সজল। এ ব্যাপারে তিনি বলেন, আসলে এত অল্প সময়ে দর্শকদের এত এত ভালোবাসা পাব গানটি দিয়ে তা বুঝতে পারিনি। আমাদের কষ্ট তখনই সার্থক হবে যখন ছবিটি সবাই মিলে দলেবলে হলে গিয়ে ছবিটি দেখে ভালো-মন্দ মতামত দেবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত