Homeবিনোদনকটাক্ষের শিকার হানিয়া আমির | কালবেলা

কটাক্ষের শিকার হানিয়া আমির | কালবেলা


পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। যার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। ভারত ও বাংলাদেশেও রয়েছে পাকিস্তানি এ সেনসেশনের অনুরাগী। যারা নিয়মিত অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখেন। সম্প্রতি ভারতীয় ভক্তদের তিনি জানিয়েছেন দোল উৎসবের শুভেচ্ছা, যা কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য।

কিছুদিন আগে হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। রং মাখা নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেন এ অভিনেত্রী। যে ছবিতে তাকে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। এ সময় অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বোলো না। সবাইকে জানাই হোলির শুভেচ্ছা।’ এরপরই তাকে আক্রমণ করে একের পর এক কমেন্ট করতে থাকে তার পাকিস্তানি অনুরাগীরা।

হানিয়ার এ ছবির নিচে পাকিস্তানি এক ভক্ত লিখেছেন, ‘আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তাহলে বলিউডে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন।’ আরেক ভক্ত মন্তব্য করেন, ‘লজ্জা হওয়া উচিত। রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন!’ তবে কিছু সময় পর হানিয়ার মন্তব্য বক্স বন্ধ করে দেওয়া হয়। যার কারণে নতুন করে আর কেউ মন্তব্য করতে পারেনি।

এদিকে এ পোস্ট দেখে হানিয়াকে শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা। তবে তার পাকিস্তানি অনুরাগীদের তরফ থেকে ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, মুসলিম হয়ে কীভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া।

হানিয়াকে শেষ দেখা গেছে পাকিস্তানি নাটক ‘কভি ম্যায় কভি তুম’-এ। ভারতের দর্শকের মধ্যেও এ নাটকের জনপ্রিয়তা রয়েছে। কিছুদিন আগেই হানিয়া আমির বলিউডে যাত্রা শুরু করছেন। তিনি পাঞ্জাবি চলচ্চিত্রের ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংস্করণ ‘সরদারজি ৩’-এ অভিনয় করবেন। পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিতকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত