Homeবিনোদনওয়ান্স আপন আ টাইম ইন হলিউড সিকুয়েলে ফিরছেন ব্র্যাড পিট

ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড সিকুয়েলে ফিরছেন ব্র্যাড পিট


অস্কারজয়ী নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর আলোচিত সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। পার্শ্ব অভিনেতা হিসেবে ব্র্যাড পিট ও প্রোডাকশন ডিজাইন বিভাগে জিতেছিল দুটি অস্কার। ছয় বছর পর সিনেমাটির সিকুয়েলের ঘোষণা এল।

ভ্যারাইটি জানিয়েছে, প্রথম পর্বটি কোয়েন্টিন টারান্টিনো পরিচালনা করলেও দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে তিনি থাকছেন না। তাঁর বদলে সিনেমাটি বানাবেন ডেভিড ফিঞ্চার। শুধু চিত্রনাট্যকার হিসেবে এ প্রজেক্টে থাকবে টারান্টিনোর নাম। স্ট্যান্টম্যান চরিত্র ক্লিফ বুথ হিসেবে দ্বিতীয় পর্বে ফিরছেন ব্র্যাড পিট। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে তিনি এ চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন অস্কার। তবে সিনেমাটিতে আরও দুই অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও মার্গো রবি ফিরবেন কি না, তা নিশ্চিত নয়।

ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েলকে বলা হচ্ছে এই সময়ের অন্যতম ‘ইউনিক প্রোডাকশন’। এক হাই প্রোফাইল পরিচালক আরেক হাই প্রোফাইল পরিচালকের সিনেমাটি বানাচ্ছেন, শুধু এ কারণে নয়। পরিচালক ও অভিনয়শিল্পীর পাশাপাশি বদলে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রচারের মাধ্যমও। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড তৈরি হয়েছিল সনি পিকচার্সের ব্যানারে। তবে পরিচালক কোয়েন্টিন টারান্টিনো সিনেমাটির স্বত্ব নিজের কাছেই রেখে দিয়েছিলেন। সনির ঘর থেকে সিকুয়েলটি বের করে তিনি নিয়ে গেছেন নেটফ্লিক্সে। এই ওটিটি জায়ান্ট প্রযোজনা করবে সিনেমাটি, প্রচারও করবে। অর্থাৎ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহের বদলে মুক্তি পাবে ওটিটিতে।

এই ঘোষণা এমন সময় এল, যখন কোয়েন্টিন টারান্টিনো তাঁর দশম এবং সর্বশেষ সিনেমার গল্প খুঁজে বেড়াচ্ছেন। দশম সিনেমা হিসেবে এর আগে তিনি বেছে নিয়েছিলেন ‘দ্য মুভি ক্রিটিক’কে। অভিনেতা হিসেবে ব্র্যাড পিটকে নেওয়ার কথা ছিল। পরে এ প্রজেক্ট বাতিল করে দেন টারান্টিনো। ধারণা করা হচ্ছে, সেই চিত্রনাট্যেই ডেভিড ফিঞ্চার তৈরি করবেন ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েল। গল্পটি সত্তরের দশকের, এতে পিট অভিনয় করবেন একজন সিনে সমালোচকের চরিত্রে, যে পর্নো ম্যাগাজিনের জন্য লেখালেখি করে।

অনেক বছর পর এ সিনেমা দিয়ে আবার এক হচ্ছেন অভিনেতা ব্র্যাড পিট ও পরিচালক ডেভিড ফিঞ্চার। এর আগে তাঁরা একত্রে ‘সেভেন’, ‘ফাইট ক্লাব’ ও অস্কারজয়ী ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ সিনেমায় কাজ করেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত