তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আগামী ২০ ফেব্রুয়ারি এটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানান নির্মাতা ধ্রুব হাসান। গত বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। চলতি বছর প্রদর্শিত হয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবেও। এবার ঘরে বসেই ছবিটি দেখা যাবে। ‘ফাতিমা’ ছবিতে নাম চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এ সিনেমায় অভিনয় করেন তিনি। মাঝখানে প্রায় অর্ধযুগ সিনেমাটির শুটিং বন্ধ ছিল। এর মধ্যে ছোট পর্দায় ভীষণ জনপ্রিয় হয়ে উঠেন ফারিণ। দীর্ঘ বিরতির পর ফের শুটিং সম্পন্ন হয় ‘ফাতিমা’র কাজ। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির আগে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ছবিটি। ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে পুরস্কারও জিতে নেয় ‘ফাতিমা’। ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন তাসনিয়া ফারিণ। এক নারীর সংগ্রামের গল্পে নির্মিত এই ছবিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।
Source link