Homeবিনোদনএ সপ্তাহের ওটিটি (২১ মার্চ)

এ সপ্তাহের ওটিটি (২১ মার্চ)


Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি (২১ মার্চ)

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৭: ৫৪

Photo

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিনেমায় জিৎ। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার (হিন্দি সিরিজ)

  • অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত
  • মুক্তি: ২০ মার্চ, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: কলকাতা শহরে ঘটে যাওয়া অপরাধ, অপরাধী, রাজনৈতিক কার্যকলাপ আর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। গ্যাংস্টার, পুলিশ ও রাজনীতিবিদদের ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত কলকাতা। শাসক দলকে সুরক্ষা দেয় পুলিশ আর শাসক দল সুরক্ষা দেয় অপরাধীদের। এভাবেই চলতে থাকে আধিপত্য বিস্তারের খেলা।

ওপেনহাইমার (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: কিলিয়ান মার্ফি, এমিলি ব্ল্যান্ট, রবার্ট ডাউনি জুনিয়র
  • মুক্তি: ২১ মার্চ, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: সিনেমাটি তৈরি হয়েছে পারমাণবিক বোমার জনক রবার্ট জে ওপেনহাইমারের জীবনী অবলম্বনে। সিনেমার একটি বড় অংশজুড়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বিখ্যাত ম্যানহাটন প্রকল্পের গল্প। লস আলামোস ল্যাবরেটরির পরিচালক ছিলেন ওপেনহাইমার, যেখানে তৈরি পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহর।

স্কাই ফোর্স (হিন্দি সিনেমা)

  • অভিনয়: অক্ষয় কুমার, বীর, সারা আলী খান
  • মুক্তি: ২১ মার্চ, প্রাইম ভিডিও
  • গল্পসংক্ষেপ: ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধ নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ওই সময় পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে চালানো ভারতের হামলার ঘটনাকে তুলে ধরা হয়েছে সিনেমায়। বিমানবাহিনীর দুই অফিসার কুমার ওম আহুজা ও কৃষ্ণা দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যায়, সেই সময় নিখোঁজ হয় কৃষ্ণা। তার স্ত্রী গীতা সন্তান কোলে স্বামীর অপেক্ষায় থাকে। ওম আহুজার বিশ্বাস, বেঁচে আছেন কৃষ্ণা এবং তাকে ফিরে পেতে পাকিস্তানের ওপর চাপ দেওয়া উচিত।

লুটকাণ্ড (হিন্দি সিরিজ)

  • অভিনয়: তানিয়া মানিকতালা, সাহিল মেহতা, জ্ঞানেন্দ্র ত্রিপাঠি, তৃষ্ণাণ সরকার
  • মুক্তি: ২০ মার্চ, আমাজন এমএক্স প্লেয়ার
  • গল্পসংক্ষেপ: গ্রামীণ ভারতের দুই ভাইবোনের গল্প তৈরি হয়েছে সিরিজটি। তারা দুজনে নিজেদের মতো করে একটি সাধারণ ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কাজে নামে তারা। হঠাৎ করেই একটা অস্ত্রভান্ডারের সন্ধান পায় তারা। কিন্তু কোথা থেকে এল এত অস্ত্র? ধীরে ধীরে কয়েক দশক আগের একটি অস্ত্র কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িয়ে যায় তারা দুজন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত