Homeবিনোদনএ সপ্তাহের ওটিটি | কালবেলা

এ সপ্তাহের ওটিটি | কালবেলা


এ সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বেশ কিছু আকর্ষণীয় সিনেমা ও ওয়েব সিরিজ। অস্কারজয়ী সিনেমা ‘আনোরা’, রোমাঞ্চকর অ্যাকশন ড্রামা ‘স্কাই ফোর্স’ এবং তীব্র ক্রাইম থ্রিলার ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর মতো চমকপ্রদ কনটেন্ট থাকছে দর্শকদের জন্য। এ সপ্তাহের উল্লেখযোগ্য রিলিজগুলো নিয়ে ‘কালবেলা’র আজকের আয়োজন। লিখেছেন তামজিদ হোসেন

স্কাইফোর্স

বড় পর্দায় দারুণ সাফল্যের পর এখন ওটিটিতে আসছে ‘স্কাইফোর্স’। অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া অভিনীত এ রোমাঞ্চকর অ্যাকশন সিনেমায় আরও অভিনয় করেছেন নিমরত কৌর ও সারা আলি খান। এতে দেশপ্রেম, ত্যাগ ও বীরত্বের গল্প তুলে ধরে। ২১ মার্চ থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে এ সিনেমাটি।

আনোরা

‘আনোরা’ সিনেমাটি নির্মিত হয়েছে ২৩ বছর বয়সী আনি মিখিভার (মাইকি ম্যাডিসন) জীবনের ওপর ভিত্তি করে। তার জীবনে নাটকীয় মোড় আসে যখন সে রাশিয়ান ধনকুবেরের উত্তরাধিকারী ইভানের (মার্ক আইডেলস্টেইন) সঙ্গে সম্পর্কে জড়ায় এবং হঠাৎ লাস ভেগাসে তাদের বিয়ে দুই পরিবারকে তোলপাড় করে দেয়। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি।

এ সিনেমাটি ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পাঁচটি পুরস্কার জিতেছে, যার মধ্যে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী (মাইকি ম্যাডিসন) ও সেরা পরিচালক (শন বেকার) রয়েছে। চলচ্চিত্রটি এখন জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার

‘খাকি’ সিরিজের নতুন অধ্যায়ে এবার তুলে করা হয়েছে ২০০০ সালের কলকাতাকে, যেখানে দেখা যাবে সে সময়ের অপরাধ ও দুর্নীতির বিষয়গুলো। আর এ বিশৃঙ্খলার বিরুদ্ধে রুখে দাঁড়ায় আইপিএস অফিসার অর্জুন মৈত্র (জিৎ), যার প্রধান শত্রু হলো বাঘা (শাশ্বত চট্টোপাধ্যায়); যে কি না কলকাতার ভয়ংকর আন্ডারওয়ার্ল্ড ডন। অপরাধী চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অর্জুনের লড়াই এখন জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে গত ২০ মার্চ থেকে।

কান্নেডা

১৯৯০-এর দশকের ওপর ভিত্তি করে তৈরি কান্নেডা ক্রাইম থ্রিলারটিতে দেখা যাবে এক পাঞ্জাবি অভিবাসীর গল্প, যে কানাডায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংগীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু তার এ লড়াই ভয়ানক পরিস্থিতির দিকে মোড় নেয়, যখন সে অপরাধ জগতের বিপজ্জনক কিছু ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়ে। এ টিভি সিরিজটি ২১ মার্চ থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

রেভেলেশনস

‘ট্রেন টু বুসান’ ও ‘হেলবাউন্ড’-এর পরিচালক ইয়ন সাং-হোর নতুন থ্রিলার সিনেমা ‘রেভেলেশনস’ আপনাকে টানটান উত্তেজনায় রাখবে। এক শান্ত শহরে পাদ্রি মিন-চানের ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঈশ্বরের ইঙ্গিতে ছেলের অপহরণকারীর পরিচয় জানতে পেরে তিনি ন্যায়ের সন্ধানে ঝুঁকিপূর্ণ অভিযানে নামেন। অন্যদিকে, গোয়েন্দা ইয়ন-হি মামলাটি নিয়ে তদন্ত করতে গিয়ে নিজের মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হয়। আর এভাবেই এগিয়ে যায় সিনেমাটির কাহিনি। ২১ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এ ছবিটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত