Homeবিনোদনএ বছরও ফাঁকা আনুশকার ক্যালেন্ডার

এ বছরও ফাঁকা আনুশকার ক্যালেন্ডার


কে জানত এভাবে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন অভিনেত্রী আনুশকা শর্মা। ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই অভিনেত্রী বর্তমানে সংসার ও ব্যবসা নিয়ে আছেন ব্যস্ত। এ ছাড়া মাঝে মাঝে স্বামী বিরাট কোহলির খেলা দেখতে তাকে মাঠে দেখা যায়। এই অভিনেত্রীকে সবশেষ ২০১৮ সালে বড় পর্দায় দেখা যায়। এরপর আর তাকে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের দাবি অভিনয় থেকে আনুশকার এই বিরতির কারণ তার সন্তান ও পরিবার। কারণ ২০১৭ সালে ভালোবেসে ক্রিকেটার কোহলিকে বিয়ের পর মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে তাকে ‘জিরো’ সিনেমায় দেখা যায়। এরপর দু-একটি ক্যামিওতে অভিনয় করলেও পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যায়নি এই নায়িকাকে।

আনুশকা ২০২১ সালে প্রথমবার মা হন। যার আগেই তিনি অভিনয় থেকে ছুটি নেন মাতৃত্বকালীন। মা হওয়ার পর একটি মাত্র সিনেমায় অভিনয় করেন তিনি। নাম ‘চাকদা এক্সপ্রেস’। এটি ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক। যার শুটিং শেষ হলেও মুক্তির কোনো আপডেট নেই।

এরপর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার পুত্র সন্তান জন্ম দেন আনুশকা। যার জন্যও তাকে থাকতে হয় বিশ্রামে। এখন ফিট থাকলেও বলিউডের বেশকিছু গণমাধ্যমের তথ্যমতে, ২০২৫ সালেও এই নায়িকার ক্যালেন্ডারে নতুন কোনো সিনেমা নেই। তাই ধারণা করা হচ্ছে অভিনয়ের থেকে প্রযোজনায় ব্যস্ত হবেন এই নায়িকা।

একটি সময় নির্মাতাদের কাছে আনুশকার চাহিদা ছিল আকাশচুম্বী। সেই সুবাদে বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয়ের সুযোগ হয়েছে তার। ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাবনে বানাদি জোড়ি’ দিয়ে বি-টাউনে পা রাখা আনুশকা এরই মাঝে ২০টির কাছাকাছি সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে সফলতার মুখ দেখেছে।

সবশেষ মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমায় আনুশকার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। এটি পরিচালনা করেন আনন্দ এল রাই। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১৮৬ কোটি রুপি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত