ঈদের পর সময় যত যাচ্ছে দর্শক ভালোবাসায় সিক্ত হচ্ছে শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। দেশের বেশকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। এম রাহিম পরিচালিত এই সিনেমায় বুবলী জুটি বেঁধেছেন সিয়াম আহমেদের সঙ্গে। দর্শকরা সিনেমাটি দেখে করছেন ভূয়সী প্রশংসা। অনেক দর্শককে হল থেকে বের হতে দেখা গেছে কাঁদতে কাঁদতে, যা নিয়ে এই নায়িকা কথা বলেছেন কালবেলার সঙ্গে। লিখেছেন রাজু আহমেদ।
চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত
আপনার অভিনীত ‘জংলি’ সিনেমাটি দেখে দর্শক কাঁদছে, বিষয়টি যেভাবে উপলব্ধি করছেন…
ঈদের দিনটি সম্পূর্ণ আমার পরিবারের জন্য থাকে। কিন্তু সেদিন, দিনটির শুরুতেই আমার কাছের লোকজন মোবাইলে ‘জংলি’ নিয়ে শুভকামনা জানাতে থাকেন। তখন আমি সিদ্ধান্ত নিই সিনেপ্লেক্সে যাব, দর্শকের প্রতিক্রিয়া কাছ থেকে দেখব। এরপর আমরা একটি শো শেষ হওয়ার সময় থিয়েটারের ভেতরে ঢুকে দেখি, সিনেমা শেষে সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এরপর আমাদের দেখে কাছে এসে অনেকই তাদের অনুভূতির কথা প্রকাশ করে। তখনই দর্শকদের আমি কাঁদতে দেখি, যা দেখে আমি এবং সিয়াম দুজনেই আবেগপ্রবণ হয়ে যাই। কারণ একজন আর্টিস্টের এর থেকে বড় অর্জন আর কী হতে পারে। এর জন্য দর্শকদের ধন্যবাদ।
‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়াম ও নায়কিা বুবলী। ছবি : সংগৃহীত
জংলির কোন বিষয়টি দর্শককে আকৃষ্ট করছে বলে আপনি মনে করেন?
সব বিষয় নিয়েই একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ হয়। এর মধ্যে সবসময় এগিয়ে রাখে সিনেমার গল্প। তারপর নির্মাতা, আর্টিস্ট এবং গোটা টিম ঠিকভাবে কাজ করলেই দর্শক ভালোবাসতে বাধ্য। তবে জংলির কোন বিষয়টি দর্শককে আকৃষ্ট করছে, সেটি আলাদা করে বলতে হলে বলব, সিনেমার গল্প। কারণ এ গল্পই দর্শকদের কাঁদিয়েছে। এরপর এই গল্পে যারা অভিনয় করেছেন এবং গোটা ‘জংলি’ টিমই দর্শককে আকৃষ্ট করেছে।
আপনার এবং সিয়াম জুটির এটি দ্বিতীয় সিনেমা, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
সিয়াম একজন দুর্দান্ত সহকর্মী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। অভিনয়ে ওর সিরিয়াসনেস আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া জংলিতে তার যে ডেডিকেশন, তা তো দর্শক দেখেছে, যা প্রতিটি কাজেই সিয়াম করে দেখাচ্ছে। তাই এমন আর্টিস্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হওয়াটাই স্বাভিাবিক।
চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত
‘জংলি’ কেমন দৌড়াবে বলে আপনি মনে করেন…
ঈদের সময় হাউসফুল ছিল সিনেপ্লেক্সে। শুনলাম আমাদের শো বেড়েছে। বর্তমানে দর্শক রিয়্যাকশনও ভালো। তাই আশা করছি ঈদের পরও সিনেমাটি নিয়ে উন্মাদনা থাকবে। ছুটি শেষে সবাই আবার হলে ভিড় করবে।
এবারের ঈদে অনেক সিনেমা মুক্তি পেয়েছে। এ বিষয়টি কীভাবে দেখছেন…
এটি আমার কাছে ভালো লেগেছে। কারণ দর্শক সিনেমা দেখার অপশন পেয়েছে। তাই যেখানেই যে ছবিটি চলেছে হাউসফুল গিয়েছে। এটি ভালো দিক। কারণ দর্শক হল থেকে ফিরে যায়নি।
বিগত বছরগুলোয় প্রতি ঈদেই আপনার সিনেমা মুক্তি পাচ্ছে। সামনের ঈদে কী সিনেমা আসছে আপনার?
দর্শকের ভালোবাসায় আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোয় প্রতি ঈদেই
আমার সিনেমা মুক্তি পাচ্ছে। এটি আসলেই আনন্দের। ইনশাআল্লাহ সামনে ঈদেও থাকবে।