Homeবিনোদনএবার ঈদ আয়োজনে অভিনেতা বিভান বাদল

এবার ঈদ আয়োজনে অভিনেতা বিভান বাদল


নতুন বছরের শুরুটা জমজমাটভাবেই হয়েছে তরুণ অভিনেতা বিভান বাদলের। এবার ঈদ আয়োজনে এক গুচ্ছ একক নাটক আসছে বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে। ইতোমধ্যেই কয়েকটি ধারাবাহিক নাটক ও ওয়েফ ফিল্মে কাজ শুরু করেছেন তিনি।

আকতারুল আলম তিনু পরিচালিত জীবনমুখী গল্পে নির্মিত ‘ফিরে এসো বাবা’ শিরোনামের একক নাটক। এতে বিভান বাদল এর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত রিতিকা যেখানে সহশিল্পী হিসেবে রয়েছেন লিজা খানম, নিথর মাহবুব, আলভি প্রমুখ। রাজধানীর মহানগর আবাসিক এলাকায় এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। ‘ফিরে এসো বাবা’ নাটকটি শিগগিরই রিলিজ হবে সুর সংগীত প্রাইম ইউটিউব চ্যানেলে।

এনটিভিতে চলছে তাইফুর জাহান আশিক পরিচালিত জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ফাউল জামাই’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বিভান। চ্যানেল এস এ প্রচারিত হচ্ছে গোলাম রব্বানী কিশোর পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘হুঁশ-বেহুঁশ’ এবং বৈশাখী টেলিভিশনে চলছে রোমান রুনি ভাইয়ের পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’।

শুটিং চলছে বেশ কয়েকটি একক নাটকের। মুক্তির অপেক্ষায় আছে মিনহাজুল প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ভিলেন, নাটক অবদান, মধ্যরাতের প্রেম, সিঙ্গেল হাজবেন্ড, মায়ের চাদর, কোটিপতি বউ, নতুন বউয়ের সংসার, বড় আব্বা, মন পাখি, ভাইয়ের জন্য ভাই।

ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত নাটক প্রবাসী যখন পরবাসী, শূন্য প্রবাসী, অভাগী মায়ের সংসার, ভালো হয়ে লাভ কি, বংশের প্রদীপ, ভয়ংকর প্রেম, লেডিস দোকানদার, সাদা শাড়ি নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন বিভান বাদল।

এই কাজগুলো দিয়ে হয়ত নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘নতুন বছরের কাজগুলো নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি দর্শকদের কাজগুলো অনেক ভালো লাগবে। আমি আমার সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছি।সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত