Homeবিনোদনএখনো স্টার হতে পারিনি | কালবেলা

এখনো স্টার হতে পারিনি | কালবেলা


অভিনেত্রী ও মডেল লামিমা লাম। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে এর আগে থেকেই মডেলিং ও পার্শ্বচরিত্রে নিয়মিত দেখা যেত তাকে। যেগুলো দর্শকদের খুব একটা কাছে নিয়ে যেতে পারেনি তাকে। এখন দর্শকদের ভালোবাসা ধরে রাখতে নিয়মিত ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করছেন তিনি। সম্প্রতি নতুন একটি ওয়েব ফিল্মে কাজ শেষ করেছেন। নাম ‘টাকার মেশিন’। বর্তমানে নাটক ও ওটিটি প্ল্যাটফর্ম দুই মাধ্যমেই কাজ করছেন লামিমা। ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে তার অভিনীত ‘টাকার মেশিন’ শিগগিরই প্রচার হবে। এটি নির্মাণ করেছেন জিন্নাহ। ওয়েব ফিল্মে একজন প্রবাসীর গল্প তুলে ধরা হয়েছে। এতে লামিমার বিপরীতে রয়েছেন শরিফ সিরাজ।

নতুন এ কাজ নিয়ে লামিমা বলেন, ‘গল্পটি একেবারেই আলাদা। এতে তুলে ধরা হবে একজন প্রবাসীর জীবন যুদ্ধের গল্প। তার যে শুধু অর্থ উপার্জনের ক্ষেত্রেই কষ্ট করতে হয় তা কিন্তু নয়। পরিবার, প্রিয়জনসহ সবার মন জয় করতে প্রতিনিয়ত তার নিজের সঙ্গে যে মানসিক যুদ্ধ করতে হয়, তারই একটি ধারণা দেওয়া হয়েছে এই ফিল্মে। এ ছাড়া তারা যে টাকার মেশিন না, তাও বুঝিয়ে দেওয়া হয়েছে গল্পে। ওয়েব ফিল্মটিতে আমি প্রবাসীর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছি। এতে কোনো কমেডি নেই। আশা করছি ড্রামা ধাঁচের এ গল্পটি দর্শকদের ভালো লাগবে।’

এ সময় নিজের বর্তমান জনপ্রিয়তা কেমন উপভোগ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনো স্টার হতে পারিনি। যা হওয়া নিয়ে আমি ভাবছিও না। আমি সবসময় একটি বিষয় মাথায় রেখে কাজ করি। সেটি হচ্ছে অভিনয়ে যেন শতভাগ দিতে পারি। কারণ ভালো কাজ করলেই দর্শক আমাকে মনে রাখবে।’

লামিমা এরই মধ্যে একাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে—‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এ ছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত