অভিনেতা তৌসিফ মাহবুব। ছোট পর্দায় এখন পর্যন্ত তিনি সাতশোর বেশি নাটকে অভিনয় করেছেন, পেয়েছেন জনপ্রিয়তাও। চাহিদা আছে নির্মাতাদের কাছেও। তবে এ অভিনেতা নিজের কাজের প্রতি কখনোই সন্তুষ্ট নন। প্রতিনিয়ত কাজ করতে চান নতুন নতুন চরিত্রে এবং রোমান্টিক দৃশ্যে অভিনয়ে করেন না স্বাচ্ছন্দ্যবোধ, যা নিয়ে তৌসিফ কথা বলেছেন কালবেলার সঙ্গে।
অভিনয়ে অনেক খুঁতখুঁতে তৌসিফ। যত সময় নিজের মন না ভরে, তত সময়ই শুট করেন তিনি, যা নিয়ে এ অভিনেতা বললেন, ‘আমি কাজের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করি না। একটা কাজ ভালো করার জন্য যা করার দরকার, তাই করার জন্য সেটে প্রস্তুত থাকি আমি। যার জন্য আমার শুটিং শেষ হতে সময় লাগে। কারণ অভিনয় দিয়েই আজ আমাকে সবাই চেনেন, তাই এ জায়গায় আমি সবসময়ই সেরাটি দেওয়ার জন্য দায়বদ্ধ।’
দীর্ঘ এ ক্যারিয়ারে তৌসিফ সাতশোর বেশি নাটকে অভিনয় করেছেন। এ সময়ে তিনি অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন সফলতাও। তবে এখনো রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে করেন না স্বাচ্ছন্দ্যবোধ। যা নিয়ে তিনি বলেন, ‘ক্যারিয়ারে আমি অসংখ্য চরিত্রে অভিনয় করেছি। অনেক কঠিন কঠিন দৃশ্যের জন্য শট দিয়েছি। তবে সবচেয়ে বেশি অপ্রস্তুত লাগে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে। এর কারণ আমি জানি না, যা নিয়ে অনেক নির্মাতারই অভিযোগ আছে।’
এবারের ঈদে তৌসিফের বেশ কয়েকটি নাটক প্রকাশ পেয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘প্রেম ভাই’, ‘লাভ মি আউট’, ‘প্রহর’। এ ছাড়া প্রকাশের অপেক্ষায় আছে নাটক ‘বিয়ের ফুল’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।