পূর্বের ঘোষণা অনুযায়ী শুক্রবার (১২ এপ্রিল) ঢাকায় গাইবে দুই পাকিস্তানি শিল্পী। ‘মেলোডি আনলিশড’ শিরোনামের এই কনসার্টে গান পরিবেশনা করবেন তুমুল জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ।
পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ ঢাকায় কনসার্টের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন। ছবি : সংগৃহীত
‘মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন’-এর আয়োজনে এই কনসার্টটি হতে যাচ্ছে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।
‘রুল দ্য রোড’ শিরোনামের এই কনসার্ট করতে প্রথমবার ঢাকায় আসছেন আইমা বেগ। ছবি : সংগৃহীত
অন্যদিকে আরেকটি কনসার্টে গাইতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ। ‘রুল দ্য রোড’ শিরোনামের এই কনসার্ট আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। কনসার্টের ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ।
এরই মধ্যে এই দুই শিল্পীকে নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি সম্পন্ন হয়েছে বলেও জানায় আয়োজকরা।