Homeবিনোদনঈদে বাড়ি ফেরার গল্প নিয়ে নাটকে পাঁচ অভিনেত্রী

ঈদে বাড়ি ফেরার গল্প নিয়ে নাটকে পাঁচ অভিনেত্রী


ঈদ উপলক্ষে ছোট পর্দার বেশ কিছু চেনা মুখকে একত্র করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর পরিচালিত নতুন নাটক ‘তোমাদের গল্প’তে দেখা যাবে পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরী আলম, মনিরা মিঠু ও শিল্পী সরকার অপুকে। গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে।

তোমাদের গল্প নাটকে প্রধান দুই চরিত্রে আছেন তটিনী ও ফারহান আহমেদ জোভান। পর্দায় তাঁদের রসায়ন ও খুনসুটি দেখা যাবে। অভিনয়ে আরও আছেন নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

নাটকের বিষয়বস্তু নিয়ে নির্মাতা রাজ বলেন, ‘ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। এটা আমাদের চেনা দৃশ্যপট। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি তৈরি করছি। আশা করি, এবারের ঈদুল ফিতরে দর্শকদের আনন্দ দেবে আমাদের এই প্রচেষ্টা।’

তোমাদের গল্প নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে থাকছে একটি নতুন গান। জনি হকের লেখা গানটি গেয়েছেন ও সুর-সংগীত করেছেন আরফিন রুমি। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত