Homeবিনোদনঈদে নাটকে ও নৃত্যানুষ্ঠানে শখ

ঈদে নাটকে ও নৃত্যানুষ্ঠানে শখ


Ajker Patrika

ঈদে নাটকে ও নৃত্যানুষ্ঠানে শখ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৮: ৪৩

Photo

আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

বিরতি শেষে আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন অভিনেত্রী আনিকা কবির শখ। এবার রোজার ঈদ উপলক্ষে অভিনয় করেছেন একাধিক নাটকে। ঈদ উপলক্ষে নির্মিত শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাঁকে। নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।

আনিকা কবির শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তাঁর গল্পগুলো সমসাময়িক হয়। যে কারণে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি, সে গল্পগুলো বেশ সুন্দর। খুব আশাবাদী দুটি নাটক নিয়েই। নাটকের পাশাপাশি বিটিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি। যেহেতু আমি নাচের মানুষ, তাই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সব সময় ভালো লাগে। দর্শকের কাছে অনুরোধ থাকবে নাটক ও নাচের অনুষ্ঠানে আমার পারফরম্যান্স উপভোগ করার জন্য।’

বিজ্ঞাপনেও ব্যস্ত সময় কাটছে শখের। কিছুদিন আগে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন। শখ জানান, ঈদের পরেই তিনি একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হবেন, নির্মাণ করবেন ভারতীয় একজন পরিচালক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত