Homeবিনোদনঈদে তরুন মুন্সীর চমক | কালবেলা

ঈদে তরুন মুন্সীর চমক | কালবেলা


একাধারে গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন।

বর্তমানে নিয়মিত কাজ করে চলেছেন সংগীতঅঙ্গনের গুণী এই মানুষ। এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তরুন। ‘নিজেরে বুঝি না’ শিরোনামে গানটি কণ্ঠ তোলার পাশাপাশি এর কাব্যমালা সাজিয়ে তাতে সুর ও সংগীতায়োজন করেছেন তরুন নিজেই।

এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে নতুন এই গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটিতে তরুন মুন্সীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ইপ্সিতা শবনমকে।

তরুন মুন্সী বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। অনেক সময় নিয়ে গানটি তৈরি করেছি। শ্রোতারা সব সময় ভালো গানের অপেক্ষায় থাকেন। আমিও চেষ্টা করি সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করতে। আশা করছি গানটিতে নতুনত্বে ছোঁয়া পাবেন শ্রোতারা।’

তরুন মুন্সীর কণ্ঠে- ‘স্বার্থপর’, ‘আনলাকি থার্টিন’, ‘অবনী বাড়ি আছো?’, ‘কিছু কিছু নাম্বার থেকে’, ‘মনের আশায়’, ‘চাইলে তুমি’, ‘আশা নামের একটা পাখি’, ‘কারো কাছে’, ‘মনের মানুষ’, ‘আজব’সহ অসংখ্য রোমান্টিক এবং স্যাড রোমান্টিক ধারার রক, হার্ড রক, মেলো রক গানগুলো এখনও রয়েছে শ্রোতাদের ভাবনার বারান্দায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত