Homeবিনোদনঈদে আসছে তরুণ কবি তানজিনের একক মৌলিক গান

ঈদে আসছে তরুণ কবি তানজিনের একক মৌলিক গান


এই ঈদে ইউটিউবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে তরুণ প্রতিভাবান কবি তানজিন এ আলামিনের ১ম একক মৌলিক লোকগান তানজিন সংগীত ‘যৌবন তুই হারাইলি কার দায়’। গানটি রচনার পাশাপাশি কবি নিজেই গেয়েছেন।

গানটিতে কবি জীবনের অমূল্য সম্পদ যৌবন নিয়ে এক অনন্য আধ্যাত্মিক বোধ এর প্রকাশ ঘটিয়েছেন। আমরা কীভাবে অনাদরে অবহেলায় অনন্তরুপের সঙ্গে মিলিত হতে পারি না তার এবসার্ড ব্যাখ্যা গানটিতে দেহতাত্ত্বিক ভাবধারার অবতারণা করেছেন।

গানটি সম্পর্কে গানটির গীতিকার, সুরকার ও গায়ক তানজিন এ আলামিন বলেন, তানজিন সংগীতের শুভযাত্রা আমি এই গানটির মাধ্যমে শুরু করতে যাচ্ছি। অনেক অপূর্ণতা ও প্রতিবন্ধকতার মধ্যে গানটির নির্মাণ শেষ হয়েছে। শ্রোতাদের ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সে সঙ্গে পরবর্তী গানগুলোতে আরও বেশি সচেতন থাকার আশাবাদ ব্যক্ত করছি। সে সঙ্গে গানটি প্রচার ও প্রসারে সবার সহযোগিতা কামনা করছি।

গানটির ভিজুয়াল নির্দেশক শোয়াইব বলেন, যেহেতু চারদিকে রুচির দুর্ভিক্ষ চলছে, তাই ভাবলাম গানটি শ্রোতাদের সামনে আসা উচিত। গানের সঙ্গে সঙ্গতি রেখে ভিজুয়াল ড্যান্স ফিল্ম নির্মাণের চেষ্টা করেছি। আশাকরি দর্শক শ্রোতাদের গানটি বেশ ভালো লাগবে। সে সঙ্গে তানজিন সংগীতের পরবর্তী গানগুলোও আশাকরি শ্রোতাদের প্রশংসা কুড়াতে সক্ষম হবে।

এটি একটি মিউজিক্যাল-ড্যান্স ফিল্ম। অভিনয়শিল্পী রিফাত চৌধুরী ও উম্মে হাবীবা এটির দৃশ্যায়ন করেছেন। মিউজিক কম্পোজিশন করেছেন রিশিকেশ রকি এবং মিক্স মাস্টার করেছেন সুমন ঢালি। গানটি পাওয়া যাবে Tanjin A Alamin নামক ইউটিউব চ্যানেলে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত