Homeবিনোদনঈদে আসছে একগুচ্ছ নতুন গান

ঈদে আসছে একগুচ্ছ নতুন গান


ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এবারও প্রকাশিত হচ্ছে একগুচ্ছ নতুন গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পী ও সংগীত আয়োজকেরা নিজ উদ্যোগে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন নতুন গান। এরই মধ্যে কিছু গান প্রকাশ করা হয়েছে। ঈদের এসব নতুন গানের খবর থাকছে এ প্রতিবেদনে

আসিফের ‘ফিরে পাব কি আবার’

বছরজুড়ে নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ঈদ উপলক্ষে প্রকাশ পাবে আসিফের ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের গান। লিখেছেন ফারুক আনোয়ার, সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ। এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

জয়ের সুরে ফাহমিদা নবী

ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ফাহমিদা নবীর গান ‘না হয় শুধু এতটুকু হোক’। তানভী সাজিবের লেখা গানটির সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশ পাবে গানটি।

চার বছর পর স্ত্রীকে নিয়ে হাবিব

হাবিব ওয়াহিদের নতুন গান ‘পাগল হাওয়া’। লিখেছেন শ্রাবণ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। এই গান দিয়ে চার বছর পর হাবিবের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা। গানটি প্রকাশ পেয়েছে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।

প্রথমবার ঈদের গানে ন্যান্‌সি

সংগীতশিল্পী ন্যান্‌সির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘ঈদ এল রে’ শিরোনামের গান। এবারই প্রথম কোনো ঈদের গানে কণ্ঠ দিলেন ন্যান্‌সি। এতে তাঁর সহশিল্পী মুহাম্মদ মিলন। গানটি লিখেছেন কাজী বেননূর, সুর এহসান রাহী।

যুক্তরাষ্ট্র থেকে বিপ্লব

দেশ থেকে দূরে থাকলেও নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন সংগীতচর্চা। সময় ও সুযোগ বুঝে প্রকাশ করেন সেসব গান। ঈদে বিপ্লবের ইউটিউব চ্যানেলে আসছে তাঁর নতুন গান ‘ভালোবেসে ফেলেছি তোকে ইচ্ছের অধিক’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত করেছেন বিপ্লব।

সালমার এক ডজন গান

ঈদ উপলক্ষে এক ডজন গানে কণ্ঠ দিয়েছেন মৌসুমী আক্তার সালমা। পর্যায়ক্রমে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানগুলো। ইতিমধ্যে জি সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে ‘বরবাদ’ গানটি। দ্বৈত গানটিতে সালমার সঙ্গে গেয়েছেন জুয়েল। আশিক বন্ধুর লেখা গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

রুমি-শুভর নতুন গান ‘বেবি ডল’

রুমি-শুভর নতুন গান ‘বেবি ডল’

বেবি ডল নিয়ে রুমি-শুভ

সিডি চয়েস প্রকাশ করেছে আরফিন রুমি ও কাজী শুভর গাওয়া গান ‘বেবি ডল’। ড্যান্স ঘরানার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এ ছাড়া লেজারভিশন প্রকাশ করছে কাজী শুভর ‘তোর লাগিয়া মায়া বাড়ে’ শিরোনামের আরেকটি গান।

ঈদ উপলক্ষে রোদেলার নতুন গান ‘অকারণ’

ঈদ উপলক্ষে রোদেলার নতুন গান ‘অকারণ’

রোদেলার ‘অকারণ’

মার্জিয়া বুশরা রোদেলার নতুন গান ‘অকারণ’। সুর ও সংগীত করেছেন প্রত্যয় খান। রোদেলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন এই গান।

লিজার গরুর গাড়ি

সানিয়া সুলতানা লিজার নতুন গান ‘গরুর গাড়ি’। সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। এ ছাড়া বেলাল খানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন লিজা।

রেনেসাঁর নতুন গান

নতুন গান এনেছে ব্যান্ড রেনেসাঁ। শিরোনাম ‘দিনের শেষে সবাই একা’। লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন পিলু খান। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস। এ বছর রেনেসাঁ উদ্‌যাপন করবে প্রতিষ্ঠার ৪০ বছর।

অবসকিওরের অ্যালবাম

প্রকাশ পেল অবসকিওরের নতুন অ্যালবাম ‘রিইনকার্নেশন’। অবসকিওরের অ্যালবামগুলো থেকে বাছাই করে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে নতুন অ্যালবামটি। এতে রয়েছে ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘কেমন আছো’র মতো অবসকিওরের জনপ্রিয় গানগুলো।

অপার্থিবের প্রথম অ্যালবাম

ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে অপার্থিব ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’। অ্যালবামটি সাজানো হয়েছে সাতটি গানে। স্পটিফাই, ইউটিউিবসহ ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে অ্যালবামের গানগুলো।

সুমন-সুবর্ণার গান

ঈদ উপলক্ষে দ্বৈত গান নিয়ে আসছেন এফ এ সুমন ও সুবর্ণা মল্লিক। ‘চান্দেরই আলো’ শিরোনামের গানটি লিখেছেন আশিক বন্ধু। এফ এ সুমনের ইউটিউব চ্যানেল থেকে আসবে গানটি।

অমি-আঁচল জুটির গান ‘বেবি রিলস বানারে’

অমি-আঁচল জুটির গান ‘বেবি রিলস বানারে’

অমি-আঁচল জুটির গান

ঈদ উপলক্ষে নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছেন সংগীতশিল্পী সৈয়দ অমি ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা আচল আঁখি। অমির গাওয়া ‘বেবি রিলস বানারে’ গানটি লিখেছেন ও সুর করেছেন লিংকন রায় চৌধুরী, সংগীতায়োজনে এ এন ফরহাদ। সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বেবি রিলস বানারে।

ধ্রুব মিউজিকের গান

ঈদ উপলক্ষে একাধিক গান প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। এ তালিকায় রয়েছে তরুণ মুন্সীর ‘নিজেরে বুঝি না’, খায়রুল ওয়াসির ‘হাবুডুবু’, জিসান খান শুভর ‘চলে যায়’, সাগর দেওয়ানের ‘প্রেম সাগর’ ইত্যাদি।

অভিনয়শিল্পীদের কণ্ঠে গান

অভিনয়ের পাশাপাশি এবার গান নিয়ে আসছেন আফরান নিশো, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’র টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নিশো। এর আগে নাটকে গান গাইলেও সিনেমায় এটি তাঁর প্রথম গান। অন্যদিকে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মঞ্চে জুটি হয়ে গান শোনাবেন সিয়াম ও হিমি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

আরও গানের খবর

শিল্পী বিশ্বাস, রাইসা খান, সবুজ আহমেদ ও রাফাতের কণ্ঠে প্রকাশ পাচ্ছে ‘ঈদ আনন্দ’। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন শাহরিয়ার রাফাত। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহী।

পশ্চিমবঙ্গের আকাশ সেনের সঙ্গে দ্বৈত গান নিয়ে এসেছে সানজিদা রিমি। এসএআর এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

রিদোয়ান ফিল্মসের ব্যানারে ৭টি গান মুক্তি পাওয়ার কথা। গানগুলো গেয়েছেন আলম আরা মিনু, তারেক সাঈদ, শায়লা রহমান, রাজু আহমেদ, মঞ্জু সাহা, শবনম প্রিয়াঙ্কা ও সুজানা রুপা।

নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে আসছেন জাকিয়া সুলতানা কর্নিয়া। এ ছাড়া এবার ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলোয় আয়োজন করা হয়েছে বর্ণিল সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি নতুন মৌলিক গান শোনাবেন শিল্পীরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত