ঈদ সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী অনন্ত শান্ত’র নতুন দুটি গান। ফানুস মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘নিঃস্ব আমি’ ও ‘মা’ শিরোনামে গান দুটির সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক অমৃক রিক।
‘নিঃস্ব আমি’ গানটি গাওয়া হয়েছে ‘বরবাদ’ টেলিফিল্মের জন্য। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জিকু চৌধুরী। অনন্ত শান্ত’র কথায় গানটিতে যৌথভাবে সুর করেছেন আদি বড়ুয়া ও ফরহাদ হোসেন। বরবাদ টেলিফিল্মের এই গানটিতে অভিনয় করেছেন সাকিব সিদ্দিক ও নুসরাত প্রিয়শী। ইতোমধ্যে টেলিফিল্মটির টিজার প্রকাশিত হয়েছে।
অন্যদিকে ‘মা’ শিরোনামে গানটির ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা তারেক মুন্না। অনন্ত শান্তর কথায় গানটিতে সুর করেছেন ফরহাদ হোসেন।
কণ্ঠশিল্পী অনন্ত শান্ত ইতোমধ্যে ২০টি নাটক ও টেলিফিল্মে গান করেছেন। যার মধ্যে অধিকাংশ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজে। যেগুলো প্রচারিত হয়েছে এনটিভি, বাংলাভিশন, মাছরাঙাসহ বিভিন্ন চ্যানেলে।
তার মধ্যে উল্লেখযোগ্য লাভ এক্সপ্রেস, টেডি বিয়ার, টেক্সি, মাই ইমোশনাল ওয়াইফ, মেন্টাল লাভ।