Homeবিনোদনঈদের সিনে-ড্রামা ‘পায়েল’-এ গান গাইলেন সালমান ও কনা

ঈদের সিনে-ড্রামা ‘পায়েল’-এ গান গাইলেন সালমান ও কনা


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সিনেমার পাশাপাশি নাটকের গানেও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। এবার ঈদ উপলক্ষে নির্মিত সিনে-ড্রামা ‘পায়েল’-এর জন্য নতুন একটি গান গেয়েছেন তিনি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সালমান জাইম।

‘বুকে লাগে টান’ শিরোনামের এই গানের কথা লিখেছেন বিশাল সাহা। গানটি প্রকাশিত হয়েছে এআরকে মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নির্মাতা সাইফুল হাফিজ খানের পরিচালনায় নির্মিত ‘পায়েল’ একটি হৃদয়স্পর্শী সিনে-ড্রামা। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ও স্পর্শিয়া। নাটকটি সহজ-সরল প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যেখানে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের বাস্তব প্রতিফলন দেখা যাবে।

সিনে-ড্রামাটির চিত্রায়নে ব্যবহার করা হয়েছে মনোরম লোকেশন, সূক্ষ্ম আবহসংগীত এবং নিখুঁত সিনেমাটোগ্রাফি, যা পুরো গল্পকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে, প্রতিটি দৃশ্যে যে আবেগের গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে, তা দর্শকদের হৃদয়ে গেঁথে থাকবে।

গান প্রসঙ্গে সালমান জাইম বলেন, ‘কনা আপুর সঙ্গে আমার গাওয়া এই গানটি দারুণ সাড়া পাচ্ছে। আমাদের কাজের রসায়নও বেশ ভালো হয়েছে, যা দর্শকরা বেশ পছন্দ করছেন।’

অন্যদিকে কনা বলেন, ‘দর্শক-শ্রোতাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই গানটি করেছি। এটি অত্যন্ত সুন্দর কথা-সুরের একটি গান। আমার বিশ্বাস, এটি সবার ভালো লাগবে।’

ইতোমধ্যেই খাইরুল বাসার ও স্পর্শিয়ার একটি মিউজিক ভিডিও দর্শকমহলে প্রশংসিত হয়েছে, যা ‘পায়েল’ নাটকের প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে। ব্যতিক্রমী গল্প ও চমকপ্রদ উপস্থাপনা নিয়ে নির্মিত এই নাটক ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা যায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত