Homeবিনোদনঈদের বিশেষ নাটকে অপূর্ব-ফারিণ | কালবেলা

ঈদের বিশেষ নাটকে অপূর্ব-ফারিণ | কালবেলা


নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই নাম জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ব্যস্ততা আছে তাদের ওটিটিতেও, যা উৎসব এলে বেড়ে যায় কয়েকগুণ। ব্যস্ততার এ ধারাবাহিকতা আসন্ন ঈদুল ফিতরেও বজায় আছে ছোট পর্দার বড় এ দুই তারকার।

এবারের ঈদে অপূর্ব-ফারিণের আলাদা আলাদা বেশ কয়েকটি নাটক প্রচারের তালিকায় রয়েছে। তবে জুটি বেঁধেও তারা ধরা দেবেন দর্শকের সামনে। যার মধ্যে সম্প্রতি একটি বিশেষ নাটকের শুটিং সম্পন্ন করেছেন এ দুই তারকা। সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ এ নাটকের নাম ‘কোন এক বসন্ত বিকেল’। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে অপূর্ব ও ফারিণকে। নাটকটি নিয়ে নির্মাতা জানান, এর গল্পই ঈদের দর্শক টানবে বলে আশাবাদী তিনি। এ ছাড়া অপূর্ব ও ফারিণের আলাদা ফ্যানবেজ রয়েছে। তাদের ভালোবাসায় নাটকটি সবার মধ্যে ছড়িয়ে যাবে বলে ধারণা তার।

এ সময় নির্মাতা আরও বলেন, ‘একটা রোমান্টিক গল্পের নাটক ‘কোন এক বসন্ত বিকেল’। আমরা টিম হিসেবে চেষ্টা করেছি একটা সুন্দর বসন্তের মতো কাজটা করার। দর্শকের ভালো লাগলে আমাদের এ চেষ্টাটা সার্থক হবে।’

এদিকে ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক ও কমেডি গল্পের এ সিনেমায় জুটি বেঁধেছেন অপূর্ব ও ফারিণ। কাজল আরেফিন অমি পরিচালিত ফিল্মটির টিজার এরই মধ্যে প্রকাশিত পেয়েছে। ৫৯ সেকেন্ডের টিজারে এক জমজমাট বিনোদনধর্মী কনটেন্টের আভাস পাওয়া গেছে। টিজার দেখে গল্প সম্পর্কে আন্দাজ করা যায়নি তবে এর চুম্বক অংশ দেখিয়ে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা। তারকাবহুল এ ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

এদিকে সঞ্জয় সমদ্দারের পরবর্তী সিনেমা ‘ইনসাফ’-এ শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধবেন তাসনিয়া ফারিণ, যার শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। বর্তমানে তিনি তিন ফরম্যাটেই ব্যস্ত সময় পার করছেন। অভিনেতা অপূর্বরও একই রকম ব্যস্ততা যাচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত