Homeবিনোদনঈদের পর বিএনপির ‘স্বাধীনতা কনসার্ট’

ঈদের পর বিএনপির ‘স্বাধীনতা কনসার্ট’


বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে গঠিত ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে রাজধানীসহ দেশের চার নগরীতে একই দিনে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজন করা হবে। আগামী ১১ এপ্রিল এসব কনসার্টে গাইবেন দেশের জনপ্রিয় ও পরিচিত ব্যান্ডের পাশাপাশি অন্য শিল্পীরাও।

কনসার্ট চারটি অনুষ্ঠিত হবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও বগুড়ার একটি মাঠে। যে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’-এর সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ আয়োজনের এসব তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘‘স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে রোজার মধ্যে। যে কারণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ ঈদের পর ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে দেশের চারটি ভেন্যুতে হবে এ কনসার্ট।’

এ সময় ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পাশাপাশি বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজ মাঠে এ আয়োজন হওয়ার কথা তুলে ধরেন তিনি। কামনা করেন সবার সহযোগিতা।


ঢাকার কনসার্টে গাইবে ‘নগর বাউল’, ‘ফিডব্যাক’, ‘শিরোনামহীন’, ‘পাওয়ারসার্জ’, ‘অ্যাফিক’ ও ‘আফটারম্যাথ’।

ব্যান্ডের পাশাপাশি আরও স্টেজ ফেরদৌস ওয়াহিদ, হায়দার হোসেন, মিলা ইসলাম, খান আসিফুর রহমান আগুন, অনিমেষ রায়, প্রীতম হাসান, জেফার, সাবরিনা পড়শী, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম শাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম, মিফতা জামান, রায়হান, শুভ্র ও মৌসুমী।

চট্টগ্রামে থাকবে ব্যান্ড ‘মাইলস’, ‘সোলস’, ‘আর্ক’, ‘লালন’, ‘অ্যাশেজ’, ‘সাবকনশাস’, ‘বে অব বেঙ্গল’, ‘তীরন্দাজ’, ‘মেট্রিকেল’ ও ‘নাটাই’।

বগুড়ার কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড ‘আর্টসেল’, ‘এভয়েড রাফা’, ‘ডিফরেন্টটাচ’, ‘ভাইকিংস’ ও ‘বাগধারা’।

খুলনা কনসার্টে থাকবে ব্যান্ড ‘ওয়ারফেজ’, ‘আর্বোভাইরাস’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘কার্ণিভাল’, ‘বাংলা ফাইভ’, ‘কুঁড়েঘর’ ও ‘বিবর্তন’।

শিল্পীরা হলেন- আসিফ আকবর, বালাম, তাহসান খান, মনির খান, দিলশাদ নাহার কণা, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, সানিয়া সুলতানা লিজা, পলাশ, নাসির ও রুখসার রহমান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত