Homeবিনোদনইমরান-পড়শীর ‘কথা একটাই’ | কালবেলা

ইমরান-পড়শীর ‘কথা একটাই’ | কালবেলা


সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও পড়শী আরও একবার জুটি বেঁধেছেন। নতুন গানের শিরোনাম ‘কথা একটাই’। গানটি লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গত ১ নভেম্বর ঢাকার অদূরে পানাম সিটি ও বিএফডিসিতে এবং গতকাল ২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। পড়শী বলেন, ‘ইমরান ভাই এবং আমি যত গান গেয়েছি, বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয় হয়েছে। তবে নতুন গান মানেই নতুন প্রত্যাশা।’ ‘কথা একটাই’ গানটি শিগগির ‘পড়শী’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ইমরান-পড়শীর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহিনে’ ইত্যাদি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত