Homeবিনোদনআসছে ডিজনির নতুন চমক কোকো ২

আসছে ডিজনির নতুন চমক কোকো ২


জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কোকো’র সাফল্যের পর এবার নির্মিত হতে যাচ্ছে এর সিক্যুয়েল ‘কোকো ২’। ডিজনি সিইও বব আইগার গত বৃহস্পতিবার শেয়ারহোল্ডারদের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেন। খবর: উইকলি এন্টারটেইনমেন্ট।

তিনি বলেন, ছবিটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এতে থাকবে হাসি, আবেগ ও অ্যাডভেঞ্চারে ভরপুর এক অসাধারণ গল্প। আমরা শিগগিরই সিনেমাটির আরও বিস্তারিত আপনাদের জানাব। ২০১৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‘কোকো’র নির্মাতা লি আনক্রিচ ও এড্রিয়ান মোলিনা আবারও নতুন এ সিক্যুয়েল পরিচালনার দায়িত্বে থাকবেন। ছবিটি ২০২৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়া ‘টয় স্টোরি ৪’ ও ‘ইনসাইড আউট ২’-এর অস্কারজয়ী প্রযোজক মার্ক নিলসেন এ ছবিটির প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন। মুক্তি পাওয়া ‘কোকো’তে ১২ বছর বয়সী মিগুয়েলের গল্প বলা হয়, যে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। যদিও তার পরিবারের ঐতিহ্যগতভাবে সংগীত নিষিদ্ধ। তবে এক দুষ্টু আত্মার সহায়তায় মিগুয়েল জমকালো ‘ল্যান্ড অব দ্য ডেড’-এ পাড়ি জমায়, যেখানে সে তার পারিবারিক ইতিহাসের রহস্য উন্মোচন করে। এ চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন গেইল গার্সিয়া বার্নাল, বেনজামিন ব্র্যাট, আলানা উবাচ ও গ্যাব্রিয়েল ইগলেসিয়াসসহ আরও অনেকে। বিশ্বব্যাপী প্রায় ৮১৫ মিলিয়ন ডলার আয়ের পাশাপাশি এ ছবি দুটি অস্কার জয় করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত