Homeবিনোদনআশিকি ৩-এ শ্রীলীলা | কালবেলা

আশিকি ৩-এ শ্রীলীলা | কালবেলা


রোমান্টিক সিনেমা ‘আশিকি ৩’-এ অভিনয় করতে চলেছেন কিসিক গার্লখ্যাত অভিনেত্রী শ্রীলীলা। অনুরাগ বসুর পরিচালনায় এবং কার্তিক আরিয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন এ সুন্দরী। খবর: ইন্ডিয়া টুডে

যদিও এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি; তবে জানা যায়, শ্রীলীলার মাধ্যমে এরই মধ্যে শেষ হয়েছে নির্মাতার নায়িকা খোঁজার প্রক্রিয়া।

ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, শ্রীলীলা তার ক্যারিয়ারে দ্বিতীয় বলিউড ছবির অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত। আর তার টিম খুব শিগগির বড় ঘোষণার পরিকল্পনা করছে।

সম্প্রতি তৃপ্তি দিমরির এ সিনেমাটি থেকে সরে যাওয়ার পর চলচ্চিত্রটি আরও বেশি আলোচনায় উঠে আসে দর্শকমহলে। অবশ্য তৃপ্তির সরে যাওয়ার কারণ এখনো খোলাসা করেননি

ছবিটির নির্মাতা।

২৩ বছর বয়সী শ্রীলীলা বি-টাউনে একদম নতুন এক মুখ। আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২ সিনেমায় একটি আইটেম গানে নাচের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এ সুন্দরী। তবে বলিউডে তার অভিষেক হচ্ছে ইব্রাহিম আলি খানের বিপরীতে, ম্যাডক ফিল্মসের প্রযোজিত একটি সিনেমার মাধ্যমে। চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে স্ক্রিপ্ট-রিডিং সেশনে ইব্রাহিম ও শ্রীলীলাকে একসঙ্গে দেখা গিয়েছিল।

এদিকে, সম্প্রতি পরিচালক অনুরাগ বসু জানিয়েছেন, তিনি মার্চ মাসে এ মুভির শুটিং শুরু করতে চলেছেন। এর আগে এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, এক সপ্তাহের মধ্যেই নারীপ্রধান চরিত্রের জন্য অভিনেত্রী চূড়ান্ত করা হবে, যা এখন শ্রীলীলা হওয়ার সম্ভাবনা প্রবল।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত