Homeবিনোদনআর্থিক ক্ষতির মুখে সালমানের ‘সিকান্দার’, মুক্তির আগেই অনলাইনে ফাঁস

আর্থিক ক্ষতির মুখে সালমানের ‘সিকান্দার’, মুক্তির আগেই অনলাইনে ফাঁস


এবারের ঈদুল ফিতরে ভারতের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খান। এবার সালমান ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। মুক্তির কয়েক ঘণ্টা আগেই সিনেমাটি ফাঁস হয়ে গেছে অনলাইনে। খবর : বলিউড হাঙ্গামা

প্রদিবেদন থেকে জানা যায়, তামিলরকার্স, মুভিরুলজ, ফিল্মিজিলা এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মতো প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে সম্পূর্ণ সিনেমাটি। যার জন্য মুক্তির আগে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে সিনেমাটি।

বক্স অফিসে বিশ্লেষক কোমল নাহতা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লেখেন, ‘একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ফাঁস হয়ে যাওয়া, যে কোনো প্রযোজকের জন্য এটি দুঃস্বপ্নের। দুর্ভাগ্যবশত, গতকাল সন্ধ্যায় সাজিদ নাদিয়াদওয়ালার ‘সিকান্দার’-এর ক্ষেত্রে তাই ঘটেছে, যা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।’

‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া আরও অভিনয় করেছেন- কাজল আগারওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদস। এটি নির্মাণে ২০০ কোটি রুপি খরচ হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত