Homeবিনোদনআরশ-সুনেহরার প্রেমের ইঙ্গিত | কালবেলা

আরশ-সুনেহরার প্রেমের ইঙ্গিত | কালবেলা


নাট্যপাড়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয় তানিয়ার একটি সাক্ষাৎকার ঘিরে। সেখান থেকে আরও ডালপালা মেলতে থাকে প্রেম ও বিচ্ছেদের গল্প।

ঠিক সে সময়েই আরশ খান তার এক সাক্ষাৎকারে প্রকাশ করেন আরও কিছু চমকপ্রদ তথ্য। উঠে আসে অভিযোগ—কাজের দুনিয়ায় তাকে একঘরে করে দিয়েছিল একটি ‘অভিনেত্রী সিন্ডিকেট’। আর এমন কঠিন সময়ে তার পাশে ছিলেন আরেক অভিনেত্রী—তাসনুভা তিশা। নাটকীয়তা বাড়ে, মিডিয়া ঘুরতে থাকে নানা মুখর গুঞ্জনে। এরপর আরশের নতুন প্রেম নিয়ে শুরু হয় নতুন জল্পনা।

তবে সেই সম্পর্কও যেন বেশিদিন টেকেনি। এবার আলোচনায় উঠে এসেছে আরশ ও সুনেহরা বিনতে কামাল—নাটকের নতুন এক সম্ভাব্য জুটি, তবে বাস্তব জীবনের!

ভক্তদের মনে প্রশ্ন—এ কি শুধুই পর্দার রসায়ন, নাকি পর্দা পেরিয়ে বাস্তবেও হাত ধরেছেন দুজনে?

নেটিজেনদের মতে, ইঙ্গিত কিন্তু আছে অনেক। একের পর এক ফেসবুক পোস্ট, অন্তরঙ্গ মুহূর্তের ছবি, সংবেদনশীল ক্যাপশন—সব মিলিয়ে ঘনিয়ে উঠছে সম্পর্কের জল্পনা।

গত ৯ জানুয়ারি রাত ১২টা ৫১ মিনিটে আরশ একটি পোস্ট শেয়ার করেন। ছবিতে তিনি ও সুনেহরা হাস্যোজ্জ্বল মুখে পাশাপাশি, আরশের কানে সূর্যমুখী ফুল; কিন্তু যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, তা হলো পোস্টের ক্যাপশন, ‘ধরে নেওয়া যাক তুমি সুখ, আমি দুঃখ আমাদের মাঝে সব থাকুককষ্ট, কান্না, অস্থিরতা গ্রাস করুক আমাদেরএরপর সুখ আসুক, একটু হাসাহাসি, আসুক স্থিরতা দুঃখ ছাড়া সুখ, তুমি ছাড়া আমির মতো তাই আমাদের মাঝে সব থাকুক।

পূর্ণতা’ এই পোস্ট প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুঞ্জনের ঝড়।

এর আগে, ২০২৪ সালের ১৪ অক্টোবর সুনেহরা নিজের ফেসবুকে আরশের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘To be continued..’।

আর ঠিক ১২ দিন পর, ২৬ অক্টোবর, আবারও আরশের পোস্ট। ক্যাপশনে লিখেছেন, ‘আমি পুরুষ যারে একবার মন দেই তারে পিঠ দেখাই না তারে আমার বুক দেখামু সুখ দেখামু ভালোবাসা দেখামু কষ্ট লুকায় রাখুম পিঠে যেন না দেখে’ ছবিতে দেখা যায়, আরশের বুকে মাথা রেখে শুয়ে আছেন সুনেহরা। হাত দিয়ে ঢেকে রেখেছেন অভিনেতার মুখ।

এসব পোস্ট ঘিরেই নাট্যপাড়া ও অনলাইন ভক্তদের মাঝে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন—তানিয়ার সঙ্গে আরশের প্রেম ভেঙেছে? আর নতুন করে সম্পর্কের বন্ধনে জড়িয়েছেন সুনেহরার সঙ্গে?

যদিও এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো ছবি, পোস্ট আর ক্যাপশন বলছে অন্য কথা।

নাটকের জগতে প্রেমের গল্প নতুন নয়। কিন্তু বাস্তব জীবনের এই রোম্যান্স, কিংবা তার সম্ভাবনা, দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেই। এখন অপেক্ষা শুধু—এই গুঞ্জন সত্যি হয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না। ততদিন পর্যন্ত, নাটক চলুক বাস্তব জীবনেও।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত