Homeবিনোদনআরও ভালো কাজ করতে চান আরিয়ান

আরও ভালো কাজ করতে চান আরিয়ান


আরিয়ান আমিরের জন্ম মুন্সীগঞ্জের বিক্রমপুরে। তবে শৈশব-কৈশোর কেটেছে টঙ্গীতে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি প্রচুর সিনেমা দেখতেন। বিশেষ করে বাংলা সিনেমার ভক্ত ছিলেন আমির। বাংলা সিনেমার নায়কদের মধ্যে নায়ক রুবেলের অন্ধ ভক্ত ছিলেন তিনি।

সিনেমায় আসক্তির কারণে ছোটবেলা থেকেই থিয়েটারে যোগ দেন। অভিনয় করেন মঞ্চ নাটকে। এর মধ্যে বাওয়ালী, কালান্তর উল্লেখযোগ্য।

মঞ্চ নাটকের পাশাপাশি আরিয়ান আমির বেশ কিছু জায়গায় অভিনয়ের ওপর কর্মশালাতে অংশগ্রহণ করেন।

ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনের শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছুটির দিনে’, ‘ঐ নূতনের কেতন উড়ে’ সহ বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।

এরপর বাংলাদেশ টেলিভিশনে কুহেলিকা নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিষেক ঘটে। আমির জানান, ছোটোবেলা থেকেই আমার সিনেমার রুপালি পর্দায় অভিনয়ের টান ছিল। সেখান থেকেই অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অভিনয় জগতে প্রবেশ করি। টেলিভিশন পর্দায় শিশুতোষ ম্যাগাজিনে কাজ করলেও মূলত নাটকের মধ্য দিয়ে আমার অভিষেক হয়। কুহেলিকা নাটকে অভিনয় করে আমি সর্বপ্রথম ২শ টাকার চেক পেয়েছিলাম। যেটা এখনো সযত্নে আমি সংগ্রহ করে রেখেছি।

তবে তার প্রথম একক অভিনয় ২০১৮ সালে রুবেল আনুষের একটি মিউজিক ভিডিওর মধ্য দিয়ে। এ পর্যন্ত বেশ কিছু শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয় করেছেন।

তার উল্লেযোগ্য নাটকের মধ্যে রয়েছে- কিডন্যাপ, রসের হাঁড়ি, গরিব ছেলের বিসিএস, ফেক জিএফ, বাঁচাও, ডেটিং পার্ক, একজন সগীর আলী, অ্যাফেয়ার।

তবে তিনি অ্যাকশনভিত্তিক কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করেন। কাজ করেছেন- রুবেল আনুষ, আকাশ রঞ্জন, বাপ্পী খান, মহিন খান, রবিন খান, রুবেল হাসান আরিয়ান, মাইন উদ্দীন রনিসহ অনেকের সঙ্গে।

ভবিষ্যতে মাবরুর রশিদ বান্না, কাজল আরেফিন অমি, রায়হান রাফির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন। অভিনয়ের পাশাপাশি কাজ করছেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেড কোম্পানিতে।

আরিয়ান আমির স্বাস্থ্য সচেতনও। তিনি নিয়মিত ব্যায়াম ও মার্শাল আর্ট চর্চা করেন।

তিনি বলেন, ইচ্ছে আছে আরও ভালো কাজ করে দর্শকদের হৃদয়ে মধ্যে বেঁচে থাকার। নিজেকে প্রতিনিয়ত সেভাবেই তৈরি করছি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত