Homeবিনোদনআমি ঋণী হয়ে রইলাম : ইধিকা পাল

আমি ঋণী হয়ে রইলাম : ইধিকা পাল


‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পালের। হিমেল আশরাফ পরিচালিত ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তুমুল সাড়া ফেলেন তরুণ এই অভিনেত্রী। ২০২৩ সালের ২৯ জুন ছবিটি মুক্তি পেয়েছিল। পরে কবে শাকিবের নায়িকা হিসেবে ফের ইধিকাকে দেখা যাবে, তা নিয়ে কৌতূহল ছিল দর্শকদের। প্রিয়তমায় ইধিকার চঞ্চল মেয়ের চরিত্র দর্শকের মনে দাগ কেটে যায়।

এবার ঈদুল ফিতরে যৌথ প্রযোজনার ছবি ‘বরবাদ’-এ অভিনয় করেও তাক লাগিয়ে দিয়েছেন ইধিকা। পর্দায় শাকিব খানের পাশাপাশি ইধিকার উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। দুজনের প্রিয়তমার রসায়ন দেখেই বরবাদে কাস্ট করেছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। ইধিকা পরিচালকের সেই আস্থার প্রতিদান দিয়েছেন। ছবির নিঃশ্বাস, চাঁদ মামা, দ্বিধা গানও বেশ প্রশংসিত হচ্ছে।

‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’-এ দর্শক সাড়ায় ইধিকা পাল বলেন, ‘প্রিয়তমায় কাজের অভিজ্ঞতাটা একদম আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা। খুবই আবেগের। যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এ ভাবনাটা মাথায় ছিল যে, আমাকে খুব ভালো করতে হবে, যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি। কিন্তু বরবাদের ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে, আমাকে আরও ভালো করে কাজ করতে হবে, যাতে করে আগের পারফরম্যান্স থেকে যেন একধাপ হলেও ভালো হয়। আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি—এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়। আর শাকিব খানের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় ছবি, এই জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন বরবাদে যেন সেই ভালোবাসা আরও বেড়ে যায়—এমনটাও ভাবনায় ছিল আমার। সবমিলিয়ে বরবাদ মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এটা বলতে পারি, আমার যা যা প্রত্যাশা ছিল তার সবই পূরণ হয়েছে। আমি বাংলাদেশের সব দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত