আপস করেও টাকা ফেরত দেননি প্রযোজক, অভিযোগ নায়িকার
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৯: ০৬
আবদুল আজিজ ও জাকিয়া কামাল মুন। ছবি: সংগৃহীত
গত বছর থেকেই প্রযোজক আবদুল আজিজ ও নায়িকা জাকিয়া কামাল মুনের মধ্যে চলছে দ্বন্দ্ব। পাওনা টাকা নিয়ে ফেরত না দেওয়ায় মুনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জারি করা হয়। কিন্তু টাকা ফেরত দেবেন শর্তে জামিন নিলেও আজিজ টাকা ফেরত দেননি বলে অভিযোগ করেছেন জাকিয়া মুন।
আবদুল আজিজের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমা দিয়ে ২০২৩ সালে ঢালিউডে অভিষেক হয় জাকিয়া মুনের। সেই সিনেমা নির্মাণের জন্য আবদুল আজিজকে ৬০ লাখ টাকা ঋণ দিয়েছিলেন নায়িকা। সময়মতো টাকা ফেরত না পাওয়ায় গত বছর আজিজের নামে প্রতারণার মামলা ঠুকে দেন মুন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজ। তিনি আদালতকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দুই ভাগে মুনকে ৬০ লাখ টাকা পরিশোধ করবেন—এমন শর্তে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন। তবে, মুন অভিযোগ করেছেন, সময় পার হয়ে গেলেও প্রথম ভাগের টাকা এখনো দেননি আজিজ।
মুন জানিয়েছেন, গত নভেম্বর মাস থেকে প্রতি মাসে তাঁকে ১০ লাখ করে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন আজিজ। কিন্তু শর্ত অনুযায়ী টাকা ফেরত না দেওয়ায় মামলা করেন মুন। এরপর ২ মার্চ ৩০ লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন আবদুল আজিজ। বাকি টাকাও ২৫ রোজার মধ্যে ফেরত দেবেন বলে দুই পক্ষের মধ্যে আপস হয়। সেই মোতাবেক ২ মার্চ রাজধানীর ইস্কাটনে জাজের অফিসে গেলে অভিনেত্রীকে ঢুকতে দেওয়া হয়নি।
জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে বলেন, ‘আজিজ ভাইয়ের সঙ্গে আমার একটা আপসনামা হয়েছে। সে অনুযায়ী ২ মার্চ তিনি ৩০ লাখ টাকা দিতে চেয়েছিলেন। অথচ রোববার আমার ফোনও ধরেনি কেউ। তিনি তো আদালতের কথাও শুনলেন না।’
অভিনেত্রীর আইনজীবী জানান, আদালতের রায় না মেনে আদালতের সঙ্গে ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন আবদুল আজিজ। এখন পরবর্তী তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন মুন। এরপর আইনজীবীর পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি।