Homeবিনোদনআটাশ পেরিয়ে রাশমিকার ঊনত্রিশ | কালবেলা

আটাশ পেরিয়ে রাশমিকার ঊনত্রিশ | কালবেলা


ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আজ ২৮ পেরিয়ে পা রাখলেন ২৯ বছরে । বয়স ৩০ ছুঁইনি, তবুও অল্প সময়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড সবখানেই নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে আগেই ওমানের সালালাহ শহরে ছুটি কাটাতে গিয়েছেন রাশমিকা, সেখান থেকেই শেয়ার করেছেন কিছু আনন্দময় মুহূর্তের ছবি।

৪ এপ্রিল প্রকাশিত সেই ছবিগুলোর ক্যাপশনে রাশমিকা লিখেছেন, “ভালো খাবার, প্রায় ফেটে যাবে এমন খুশি পেট। কিন্তু রেগে আছে আমার ট্রেইনার জুনাইদ শেখ ও সাগর। আমি এটা কোথাও পড়েছিলাম। সালালাহ – সূর্য, বালু আর হাসির দেশ। কত সুন্দর শোনায় না!”

ছবিতে তাকে বেশ আনন্দিত ও প্রাণবন্ত দেখা গেছে। এক ঝলকে যেন ধরা দিয়েছে তার জন্মদিনের ঠিক আগের মুহূর্তগুলো।
তবে এই পোস্টের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। মন্তব্য ঘরে ভেসে উঠছে একটাই প্রশ্ন, বিজয় দেবেরাকোন্ডা কোথায়?

কিছুদিন আগেই আলাদা দিনে এয়ারপোর্টে দেখা গিয়েছিল রাশমিকা ও বিজয়কে। দুজনই আলাদা ফ্লাইটে রওনা দেন। কিন্তু ভক্তরা মনে করছেন, তারা একসঙ্গেই রাশমিকার জন্মদিন উদযাপন করতে গেছেন সালালাহতে। যদিও এখনও তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি দুজনের কেউই, তবে একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে।
অভিনয়জীবনের দিক থেকে রাশমিকা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সবশেষ রাশমিকাকে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়। সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছরের ৩০ মার্চ। ইতোমধ্যে ‘কুবেরা’ নামের একটি সিনেমায় কাজ করতে চলেছেন এই সুন্দরী।

এই সামাজিক থ্রিলারে তিনি অভিনয় করবেন ধানুষ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে। সিনেমাটি পরিচালনা করছেন শেখর কাম্মুলা। চলতি বছরের ২০ জুন এই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত