Homeবিনোদনআজ টিএসসিতে ‘আমার ভাষার গান’ কনসার্ট

আজ টিএসসিতে ‘আমার ভাষার গান’ কনসার্ট


২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ দেশের অনেক বীরসন্তান। তাদের স্মরণ করে জাতি অমর একুশে, ভাষাশহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এ দিনটি উপলক্ষে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি কর্তৃক টিএসসির অডিটোরিয়ামে আয়োজিত হতে যাচ্ছে ‘আমার ভাষার গান ২০২৫’ শিরোনামে কনসার্ট। যেখানে গান গাইবে দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড।

কনসার্ট নিয়ে ব্যান্ড সহজিয়ার পক্ষ থেকে ভোকাল রাজু বলেন, ‘টিএসসিতে আমরা সাত বছর পর কোনো কনসার্ট করতে যাচ্ছি। বিষয়টি আমাদের জন্য আনন্দের। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সেখানে গান করার সুযোগ পাওয়া আমাদের জন্য আরও বেশি আনন্দের। আপনারা সময় পেলে আজ চলে আসুন টিএসসির অডিটোরিয়ামে। ব্যান্ড সহজিয়া ছাড়াও আরও সাতটি ব্যান্ড তাদের পছন্দের গান করবে। আশা করি অনেক আনন্দ হবে।’

কনসার্ট নিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাতৃভাষা দিবসে সবাইকে বাংলা ভাষায় গান শোনাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির এ আয়োজন। সবাইকে আমন্ত্রণ। টিকিট মূল্য মাত্র ২০০ টাকা।
‘আমার ভাষার গান ২০২৫’ শিরোনামের এ কনসার্টের লাইনআপে থাকছে—আর্বোভাইরাস, মেকানিক্স, সহজিয়া, ওউনড, সিন, ইমপ্লিসিট, জংশন ও নিভানিয়া। টিএসসি, বাংলা একাডেমির গেট, এফবিএস এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে ছাড়াও অনলাইনে পাওয়া গেছে এর টিকিট।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত