Homeবিনোদনআইয়নিক বন্ড ব্যান্ডের সদস্য তানজীব আর নেই

আইয়নিক বন্ড ব্যান্ডের সদস্য তানজীব আর নেই


আইয়নিক বন্ড ব্যান্ডের অন্যতম সদস্য তানজীবুর রহমান ক্যানসারের কাছে হার মেনে পৃথিবীর ম্যায়া ত্যাগ করেছেন। তার জানাজা শনিবার (১৯ এপ্রিল) বাদ জুমা চট্টগ্রামের এনায়েত বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বিষয়টি ব্যান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে আইয়নিক বন্ডের অফিশিয়াল ফেসবুক থেকে তানজীবুরের শারীরিক পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করা হয়। যেখানে জানানো হয়, ‘তানজীবের মস্তিষ্ক গ্রেড ৪ ক্যানসারে আক্রান্ত হয়ে চূড়ান্ত পর্যায় চলে গেছে। সবকটি রেডিওথেরাপি এরই মধ্যে ব্যর্থ হয়েছে, এখন সে শয্যাশায়ী। জীবনের প্রতিটি মুহূর্ত গুনে গুনে পার করছে। ডাক্তারদের মতে, আর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই। আমরা এখন শুধু অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় আছি।’

এরপর তানজীবের জন্য ব্যান্ডের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়। কিন্তু তানজীব আর ফিরলেন না, চলে গেলেন পৃথিবীরর সকল বন্ধ ছিন্ন করে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত