Homeবিনোদনঅ্যাটলির পরিচালনায় প্রিয়াঙ্কা | কালবেলা

অ্যাটলির পরিচালনায় প্রিয়াঙ্কা | কালবেলা


দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আবারও দর্শক মাতাতে আসছেন পরিচালক অ্যাটলি। এরই মধ্যে সিনেমা নিয়ে অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে আলোচনা করছেন তিনি।

যদিও এখন পর্যন্ত সিনেমার নাম চূড়ান্ত হয়নি, তবে অস্থায়ীভাবে এ সিনেমার নাম রাখা হয়েছে ‘এ ৬’।

আল্লু-প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা সফল হলে আসন্ন এ সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠবে।

এরই মধ্যে আলোচনায় থাকা এই নতুন সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার যুক্ত হওয়া নিয়ে জোর গুঞ্জন চলছে। এ খবরে আরও উত্তেজনা যোগ করেছে প্রিয়াঙ্কার আসন্ন তেলেগু অভিষেক, যেখানে তিনি এস এস রাজামৌলির পরিচালনায় নির্মিত ‘এস এস এম বি ২৯’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন।

হলিউডে দীর্ঘসময় কাটানোর পর বলিউডে আবারও প্রত্যাবর্তন বেশ ইতিবাচক ভাবে দেখছেন সিনেপ্রেমীরা।

এদিকে পুষ্পা ২: দ্য রুলের ব্যাপক সাফল্যের পর আল্লু অর্জুন এখন ভারতের অন্যতম ব্যাংকেবল তারকায় পরিণত হয়েছেন। অ্যাটলির পরিচালনায় তার যুক্ত হওয়া মানেই একটি বিশাল স্কেলের সিনেমার আশ্বাস দেয়। শোনা যায়, এই সিনেমায় আল্লু অর্জুন ডুয়েল রোলে অর্থাৎ দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন, যেটি অ্যাটলির চিরচেনা স্টাইল। যেমনটা আমরা শাহরুখ খানের জাওয়ান কিংবা বিজয়ের মার্সাল ও বিগিলে দেখেছি।

যদিও গল্পের বিশদ এখনো প্রকাশ করা হয়নি, তবে জোরালো গুঞ্জন আছে ‘এ ৬’ হতে চলেছে একটি দৃষ্টিনন্দন, উচ্চমানের রাজনৈতিক থ্রিলার, যেখানে থাকবে নাটকীয় মোড়, অ্যাটলি-স্টাইল অ্যাকশন এবং বিশাল সেট ডিজাইন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত