Homeবিনোদনঅহনা-সিমান্তের ‘ভাঙ্গা সংসার’

অহনা-সিমান্তের ‘ভাঙ্গা সংসার’



ছোট পর্দার লেডি সুপারস্টার অহনা রহমান। নিজেকে পর্দায় দারণভাবে মেলে ধরেছেন তিনি। অন্যদিকে ভিন্ন ধাচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত। তারা দুজন জুটিবেঁধে একের পর এক নাটক উপহার দিয়ে যাচ্ছেন।  কাজ করছেন চ্যালেঞ্জিং সব চরিত্রে।
অহনার ইচ্ছা নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে মেলে ধরার। তেমনি একটি নাটক ‘ভাঙ্গা সংসার’ বলে জানিয়েছেন  এই সুন্দরী। 

জান্নাতারা ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ভাঙ্গা সংসার নাটকটি বুধবার (২৩ এপ্রিল) বিকেলে  লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।  

এই নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকটিকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।

অহনা বলেন, ‘আমাকে নেতিবাচক চোখে দেখা হয়। এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।

নাটকে আরও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূঁইয়া, তুহিন খান, সেজতি খন্দকারসহ অনেকে। 
চিত্রগ্রহণে ছিলেন মো. সুজন ও সম্পাদনা কালার করেছেন শামীম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত