কয়েক দিন আগে ঘোষিত হলো ৯৭তম অস্কারের মনোনয়ন। এবার ‘বেস্ট পিকচার’ বিভাগে মনোনয়ন পাওয়া ১০টি সিনেমার মধ্যে বেশি আলোচিত হচ্ছে ‘এমিলিয়া পেরেজ’, ‘উইকেড’ ও ‘কনক্লেভ’। ‘আনোরা’ কিংবা ‘দ্য সাবস্ট্যান্স’-এর প্রভাবও কম নয়। তবে জয়ী হবে কোনটা, জানা যাবে আগামী ২ মার্চ। সিনেমাগুলো কোথায় কীভাবে দেখবেন, সে তথ্য জানাতেই এ প্রতিবেদন।
আনোরা
দেখা যাবে: প্রাইম ভিডিও, অ্যাপল টিভি প্লাস
সেরা সিনেমা ছাড়াও পরিচালক, অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা, মৌলিক চিত্রনাট্য ও সম্পাদনা বিভাগে মনোনয়ন পেয়েছে আনোরা। পরিচালনায় শন বেকার, অভিনয়ে মাইকি ম্যাডিসন, মার্ক আইডেলস্টাইন। পেশায় যৌনকর্মী আনোরার প্রেমে পড়ে অভিজাত পরিবারের সন্তান ইভান। বিয়েও করে তারা। বিষয়টি মানতে পারে না ইভানের পরিবার। শুরু হয় নানামাত্রিক জটিলতা।
কনক্লেভ
দেখা যাবে: পিকক
বানিয়েছেন এডওয়ার্ড বার্জার। অভিনয়ে রালফ ফিয়েনস, স্ট্যানলি টুচি, জন লিথগো প্রমুখ। সেরা সিনেমা ছাড়াও মনোনয়ন পেয়েছে সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, অ্যাডাপটেড চিত্রনাট্য, কস্টিউম ডিজাইন, সংগীত, সম্পাদনা ও প্রোডাকশন ডিজাইন বিভাগে। থমাস লরেন্স নামের এক পোপ পরবর্তী পোপ নির্বাচনের জন্য সম্মেলনের আয়োজন করে। সেখানে বেরিয়ে আসতে থাকে বিভিন্ন কেলেঙ্কারির তথ্য।
এমিলিয়া পেরেজ
দেখা যাবে: নেটফ্লিক্স
এবারের অস্কারে সবচেয়ে আলোচিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ফ্রেঞ্চ মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমাটি বানিয়েছেন জ্যাক অডিয়ার্ড। সেরা সিনেমা ছাড়াও মনোনয়ন পেয়েছে পরিচালক, অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা, চিত্রনাট্য, সম্পাদনা, চিত্রগ্রহণ, আন্তর্জাতিক সিনেমাসহ ১৩টি বিভাগে। মেক্সিকো সিটির এক ড্রাগ মাফিয়া নিজের পরিচয় আড়াল করার জন্য নারীতে রূপান্তরিত হয়। তবে হারাতে হয় স্ত্রী-সন্তানকে। অভিনয়ে জো সালদানা, কার্লা সোফিয়া গ্যাসকন, সেলেনা গোমেজ প্রমুখ।
দ্য সাবস্ট্যান্স
দেখা যাবে: মুবি
হরর সিনেমা দ্য সাবস্ট্যান্সে দেখানো হয়েছে এলিজাবেথ স্পার্কল নামের এক প্রায় হারিয়ে যাওয়া তারকার গল্প। বেশি বয়সের কারণে সিনেমা থেকে বাদ পড়ে যাওয়ায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করে সে নিজের কয়েকটি তরুণ ভার্সন তৈরি করে। কোরালি ফারজিট পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ডেমি মুর, মার্গারেট কোয়ালি, ডেনিস কায়েদ প্রমুখ। সেরা সিনেমা ছাড়াও দ্য সাবস্ট্যান্স মনোনয়ন পেয়েছে পরিচালক, অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, মেকআপ ও হেয়ার স্টাইলিং বিভাগে।
উইকেড
দেখা যাবে: প্রাইম ভিডিও, অ্যাপল টিভি প্লাস
এই মিউজিক্যাল ফ্যান্টাসি অস্কারে সেরা সিনেমা ছাড়াও মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা, কস্টিউম ডিজাইন, মেকআপ ও হেয়ার স্টাইলিং, সংগীত, সম্পাদনা, প্রোডাকশন ডিজাইন, শব্দ ও ভিজ্যুয়াল এফেক্ট বিভাগে। সবুজ ত্বকের তরুণী এলফাবার বন্ধুত্ব গড়ে ওঠে গ্লিন্ডার সঙ্গে। তবে ওজের জাদুকরের প্রভাবে তাদের সম্পর্ক ভিন্ন পথে চলতে শুরু করে। উইকেড বানিয়েছেন জন এম চু। অভিনয়ে সিনথিয়া এরিভো, আরিয়ান গ্র্যান্ডে।
ডিউন: পার্ট টু
দেখা যাবে: ম্যাক্স
সেরা সিনেমা, চিত্রগ্রহণ, প্রোডাকশন ডিজাইন, শব্দ ও ভিজ্যুয়াল এফেক্টস বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ডুন: পার্ট টু’। বানিয়েছেন ডেনিস ভিলেনিউভ, অভিনয়ে টিমোথি শ্যালামে, জেন্ডায়া, রেবেকা ফারগুসন প্রমুখ। পল অ্যাট্রেইডসের পরিবারকে ধ্বংস করেছিল যারা, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য চ্যানি ও ফ্রেমের সঙ্গে হাত মেলায়। নিজের ভালোবাসা নাকি মহাবিশ্বের ভাগ্য—দুটির মধ্যে একটিকে বেছে নিতে হবে তাকে।
রইল বাকি ৪
এখন পর্যন্ত অস্কারে সেরা সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। বাকি চারটি এখনো হলে চলছে, শিগগির আসবে ওটিটিতে। সিনেমাগুলো হলো ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘আই অ্যাম স্টিল হেয়ার’ ও ‘নিকেল বয়েজ’।