Homeবিনোদনঅভিষেকের অপেক্ষায় শান্তা পল

অভিষেকের অপেক্ষায় শান্তা পল


রোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

ব্যাচেলর ইন ট্রিপ সিনেমা নিয়ে শান্তা পল বলেন, ‘পরিচালক নাসিম সাহনিক মাল্টিকাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন। এ সিনেমায়ও তেমনটি দেখা যাবে। তবে তাঁর নির্মিত সিনেমায় গল্পটা বেশি ফোকাস থাকে। এটাও সে রকম। কয়েকজন ব্যাচেলরকে নিয়ে মজার একটা গল্প।’

নিজের অভিনীত চরিত্র নিয়ে শান্তা বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রটি প্রাণোচ্ছল এক মেয়ের। সে ঘুরতে খুব পছন্দ করে। কিন্তু করোনার সময় তার ইচ্ছাটা বাধাগ্রস্ত হয়। তাই করোনার পরে ব্যাচেলর বন্ধুদের নিয়ে বেড়াতে যায় সে। ট্রিপটিতে এক শখের গোয়েন্দার প্রেমে পড়ে যায় সে। কিন্তু ছেলেটি তার ঘনিষ্ঠ বান্ধবীর ক্রাশ হওয়ায় মনের কথা গোপন রাখে। কিন্তু তার চলনে-বলনে পরিবর্তনটা ঠিকই ধরা পড়ে। চরিত্রটি ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগলেই সার্থকতা।’

ব্যাচেলর ইন ট্রিপ সিনেমায় আরও অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাঈদ, মুকিত জাকারিয়া প্রমুখ।

সিনেমায় নতুন হলেও দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত শান্তা। শান্তা জানান, ব্যাচেলর ট্রিপের আগে দক্ষিণ ভারতীয় একটি সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে সেটাও। এ ছাড়া পশ্চিমবঙ্গের একটি সিনেমায় কাজ শুরু করেছেন শান্তা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত