Homeবিনোদনঅভিনয় ছাড়ছেন অমিতাভ? এক্স হ্যান্ডলে কীসের ইঙ্গিত

অভিনয় ছাড়ছেন অমিতাভ? এক্স হ্যান্ডলে কীসের ইঙ্গিত


বয়স তাঁর কাছে নেহাতই অঙ্ক মাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে- হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?

গতকাল শনিবার অমিতাভ তাঁর পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো…’। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়- ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন। এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও প্রশ্ন- ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউ বা আবার খোলাখুলি চাইছেন তাঁর এই পোস্টের কী অর্থ?

শুধু তাই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।

গত নভেম্বরে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৬-র সেটে তাইকন্দের কলাকৌশল দেখিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়-ঝাপটা কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কাজই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে আজও পাল্লা দিয়ে ছুটে বেড়ান সকলের সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ খুবই স্বাভাবিক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত