Homeবিনোদনঅপি করিমের নামে পেজ খুলে আবেগঘন স্ট্যাটাস

অপি করিমের নামে পেজ খুলে আবেগঘন স্ট্যাটাস


তারকাদের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভ্রান্ত করা নতুন ঘটনা নয়। এর আগে বহু তারকার নাম দিয়ে ভুয়া পেজ খুলে অপরাধ করেছে দেশের সক্রিয় একটি চক্র। যাদের অনেকেই হয়েছে গ্রেপ্তার। এবার দেশের প্রখ্যাত অভিনেত্রী অপি করিমের নাম দিয়ে খোলা হয়েছে ভুয়া ফেসবুক পেজ। যা নিয়ে আপত্তিকর একটি পোস্টও করেছেনে এই অভিনেত্রী।
অপির ভুয়া পেজটি বেশ জনপ্রিয়। যেখানে এক লাখের বেশি অনুসারি রয়েছে। সম্প্রতি এই পেজ থেকে একটি আবেগঘণ পোস্ট করা হয়। যা নজরে আসে অভিনেত্রীর। এরপর পোস্টটি শেয়ার করে অপি লিখেছেন, ‘এটা আমার পেজ নয়!, দয়া করে সবাই রিপোর্ট করুন!’

এরপর ভুয়া পেজের যে বর্তমান মালিক তাকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেছেন, ‘প্রথম তুমি একটা ভুয়া পেজ চালাচ্ছো, যা সম্পূর্ণ মিথ্যা!, তোমার তোমার লজ্জা হওয়া উচিত একটা পরিবার সম্পর্কে এভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য!, এটা লজ্জার!,
সর্বশক্তিমান আল্লাহ তোমাকে সৎ জীবন দান করুন।’

তবে অপির ভুয়া এই পেজটি অনেক আগে থেকই ফেসবুকে সক্রিয়। যেখানে এর আগেও এই অভিনেত্রীর পারিবারিক ছবি শেয়ার করা হয়েছে। এ ছাড়া তার নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত